২০২০ সালের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আমরা স্বাভাবিক জীবন-যাপন থেকে বঞ্চিত হয়েছি করোনা-র কারণে। মাঝে লকডাউন কিছুটা শিথিল হলেও,এখনও পর্যন্ত আমরা প্রায় গৃহবন্দি জীবন কাটাচ্ছি। একঘেয়ে হয়ে উঠেছে জীবন।তাই এখন আমরা মুখিয়ে আছি মুক্তির স্বাদ পাওয়ার জন্য। করোনা থেকে মুক্তি পেলে বেশিরভাগ ভ্রমণপিপাসু মানুষের তাই ডানা মেলে উড়ে বেড়ানোর ইচ্ছে হবেই। কিন্তু কাছেপিঠে কোথায় যাবেন,কী দেখবেন,এই বিষয়ে যাতে আপনি দিশাহারা না হয়ে পড়েন,তারজন্য 'গৃহশোভা' নিল এক বিশেষ উদ্যোগ।পাঁচ দিনে পাঁচটি জনপ্রিয় স্পট-এর হদিস থাকছে এই লেখায়। আজ পড়ুন চিকমাগালুর-এর রূপের কথা।

চিকমাগালুর

চিকমাগালুরের একটি ঐতিহাসিক তাৎপর্য আছে। ভারতে এখানেই প্রথম কফি চাষ করা হয়েছিল। তুঙ্গ আর ভদ্রা দুই নদীর উৎসও পশ্চিম পর্বতমালার এই অংশেই। বাঙালি পাঠকের অচিরেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মনে পড়ে যাবে। চিকমাগালুর জেলাতেই কর্ণাটক রাজ্যের উচ্চতম শিখর মূল্যায়নগিরির অবস্থান।

কন্নড ভাষায় ‘চিকমাগালুর’-এর অর্থ কনিষ্ঠ কন্যার শহর। ওই অঞ্চলের সবচেয়ে বর্ধিষ্ণু ব্যক্তি রুকমঙ্গদের কনিষ্ঠা কন্যার বিবাহে এই শহরটি যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল। কফি গার্ডেনের মাঝে হোম স্টে, নীল টিলায় ঘেরা চারপাশ, কুয়াশা মাখা ভোর আর মায়ার রং লাগা সূর্যাস্ত– চিকমাগালুরের বৈশিষ্ট্য।

বেঙ্গালুরু থেকে বাস বা গাড়িতে সরাসরি পৌঁছোনো যায় এখানে। ঘণ্টা ছয়েক সময় লাগে। থাকার জন্য অনেক গেস্ট হাউস রয়েছে। প্লান্টার্স কোর্ট অন্যতম। লাঞ্চ সেরে কেএসআরটিসি বাস স্টপ থেকে গাড়ি বুক করে ঘুরে নিন চিকমাগালুরের দ্রষ্টব্যগুলি। প্রথমেই গাড়ি পৌঁছোবে অথিগুন্ডি। বাবা বুদানগিরি যাওয়ার পথে ছোট্ট একটি গ্রাম। এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ। পথে পড়বে ছোট্ট একটা ঝরনা। বাবা বুদানগিরি পৌঁছোলে প্রকৃতি আপনাকে অভ্যর্থনা করবে হালকা এক পশলা বৃষ্টি দিয়ে। জায়গাটায় তিনটি গুহা। তিন সিদ্ধ পুরুষের স্মৃতি বিজড়িত। পর্বত চূড়াটি এক মুসলিম পির, বাবা বুদানের নামানুসারে খ্যাত। অপূর্ব নিসর্গ জায়গাটার।

দেখার আরও কিছু কিছু জায়গা রয়েছে চিকমাগালুর-এ। মুল্যায়নগিরি যাওয়ার পথে শিতলামাতা। গরমেও বেশ সুন্দর শীতল অনুভূতি হবে চিকমাগালুর-এ। শীত বস্ত্র এবং রেনকোট নিতে ভুলবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...