অন্তরভেদী, ভবানী আইল্যান্ড, লকনাভরম---অন্ধ্রের এই তিনটি নতুন টুরিস্ট স্পট দেখার আমন্ত্রণ এল। আমন্ত্রণ জানাল অন্ধ্রপ্রদেশের পর্যটন দফতর। তাই, ‘উঠল বাই তো অন্ধ্র যাই’-এর ঘটনা ঘটল। দিন-দুয়েকের মধ্যেই লাগেজ রেডি। তৎকালে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিলেন এপি টুরিজ্যম-এর অফিসার সৌগত সাহা। শালিমার স্টেশন থেকে বিকেল চারটে-পাঁচের সেকেন্দ্রাবাদ এসি এক্সপ্রেস ধরে রওনা দিলাম রাজামুন্দ্রির উদ্দেশে।

ষোলো ঘন্টা জার্নি শেষে সকাল আটটা পাঁচে নামলাম রাজামুন্দ্রি স্টেশনে। বিশাখাপত্তনম থেকে ট্রেনে মাত্র দু-ঘন্টার ব্যবধানে এই স্টেশনটির অবস্থান। স্টেশনের বাইরে ভিডিয়ো কোচ বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন এপি টুরিজ্যমের জিএম মনোহরজি।

বাসেই সারলাম ব্রেকফাস্ট। কিছুক্ষণ বাদেই বাস এসে থামল ডিন্ডি-র কোকোনাট কান্ট্রি রিসর্ট-এ। অসংখ্য নারকেলগাছ বেষ্টিত ছায়া সুনিবিড় এই রিসর্ট-এ পা রাখামাত্রই ডাবের জল পরিবেশন করে তৃপ্ত করলেন রিসর্ট কর্মীরা।

সুইমিং পুল-এ স্নান এবং হরিথা রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সেরেই বেরিয়ে পড়লাম অন্তরভেদী বিচ এবং টেম্পল দর্শনের উদ্দেশ্যে। বড়ো রাস্তা ছেড়ে বাস চলল প্রত্যন্ত গ্রামের পথ ধরে। নারকেল পাতায় ছাওয়া বাড়ি আর বাড়ির উঠোনে জমা করা শতসহস্র নারকেলের স্তূপকে দুদিকে রেখে, এগিয়ে চলল বাস। মুগ্ধ করল সেই গ্রাম্য আবহ। ঘন্টা দুয়েক এই আবহে কাটানোর পর মন্দির দর্শন করিয়ে বাস এসে থামল অন্তরভেদী সমুদ্রসৈকতে। সমুদ্রের অসীম জলের দিকে চোখ রাখতেই আবছা দেখা গেল জাহাজের মাস্তুল। সৈকতের অদূরে অর্ধেক ডুবে থাকা এক প্রাসাদোপম বাড়ির অংশবিশেষও নজরে এল। বালিয়াড়িতে তখন অবশ্য চোখে পড়ল অন্য দৃশ্য। জেলেরা দল বেঁধে শুকনো জাল গুটিয়ে পরের দিনের মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। সূর্য তখন অস্তগামী।

তারই অগ্নিভ আভা সমুদ্রের জলে পড়ে ফুটিয়ে তুলেছে অপরূপ দৃশ্য। গোধূলির সেই নরম আলো গায়ে মেখে, নিরালা সমুদ্রসৈকতে ঘুরে বেড়ালাম কয়েকঘন্টা।

রাতে হরিথা রেস্তোরাঁতেই ছিল আহারের ব্যবস্থা। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সবরকম খাবারই ছিল বুফেতে। খাওয়ার পর সিদ্ধান্ত হল, রাতেই যাব বিজয়ওয়াড়ার ভবানী আইল্যান্ড-এ। কৃষ্ণা নদীর বুকে লঞ্চ ভাসিয়ে মধ্যরাতে পৌঁছালাম দ্বীপে। রাতে দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে না পারলেও, এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করেছি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...