বেড়াতে যাওয়া শুরুই হয় প্যাকিং থেকে। আর প্যাকিং করার আগে ঠিক ব্যাগ নির্বাচনও দরকার। ঢাউস ব্যাগ নিয়ে যেমন উইকেন্ড ট্রিপে যাওয়া যায় না, তেমনই শুধু একটা হ্যান্ডব্যাগ নিয়েও তো এক সপ্তাহের ট্রিপ হবে না। আবার বিরাট লাগেজ নিয়ে যত্রতত্র বেড়ানো কষ্টকর৷ তাই ট্রিপ অনুসারে কেমন ব্যাগ বাছলে সুবিধে হবে, সেটাই আগে জানা দরকার। এই লেখায় আমরা আলোচনা করব কেমন করে Travel Bag নির্বাচন করবেন , সেই বিষয়ে৷
হুইলড লাগেজ
একটা সময় ছিল কুলিকে ডেকে একের পর এক লাগেজ তার মাথায়, হাতে, কাঁধে ঝুলিয়ে দেওয়া হতো। কিন্তু এই চাকাওয়ালা ব্যাগ অনেকটাই সহজ করে দিয়েছে যাত্রাপথ। রাস্তাঘাটে সহজেই চাকার সাহায্যে ভারী ব্যাগ গড়িয়ে নিয়ে যেতে পারবেন। এই ধরনের ব্যাগের অনেক ভাগ রয়েছে।তবে চেষ্টা করুন দু-চাকার বদলে চার চাকা-যুক্ত সুটকেস বা ব্যাগ চয়ন করতে৷
রোলিং লাগেজ
এটাও একধরনের বড়ো লাগেজ ব্যাগ, যাতে চাকা লাগানো থাকে। এই ধরনের ব্যাগ বিভিন্ন আকারেও পেয়ে যাবেন। তাই বিজ়নেস, ফ্যামিলি না কি রোড ট্রিপ... সেই অনুসারে ব্যাগের আকার বেছে নিন।
ট্রাভেল ডাফলস
বেসিক ডাফল ও হুইলড ডাফল— দু’ধরনেরই পেয়ে যাবেন বাজারে। এই ব্যাগে জিনিস ধরেও অনেক বেশি। ক্যারি করাও সহজ। ব্যাগের ভিতরে জিনিসপত্র ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গন্তব্যে পৌঁছে ডাফল ব্যাগ থেকে জিনিস বার করার সময়ে সচেতন থাকতে হবে। বেশি ঘাঁটাঘাঁটি করলে পুরো ব্যাগ আনপ্যাক করে আবার গোছাতে হবে। ২০-৩০ লিটার থেকে ১০০ লিটার পর্যন্ত ওজনের জিনিসও বহন করতে পারবেন এই ধরনের ব্যাগে।
ট্রাভেলপ্যাক
এ ক্ষেত্রে ব্যাগ কাঁধে নিয়েই চলতে হবে, কারণ চাকা থাকে না। কিন্তু বন্ধুর রাস্তায়, পাহাড়ি পথে, সিঁড়িতেও এই ট্রাভেলপ্যাক পিঠে করে এগিয়ে যেতে পারেন সহজে। বিশেষত, এর মধ্যে অর্গানাইজ়ার, হাইডঅ্যাওয়ে হিপবেল্ট, শোল্ডার স্ট্র্যাপ, বিল্ট-ইন সিকিয়োরিটি, এমনকী লকেবল জ়িপারস থাকে। ফলে ভ্রমণকালীন সব জিনিসপত্র গুছিয়ে রাখা সহজ। তবে চাকা লাগানো ব্যাকপ্যাকও পাওয়া যায়। রোড ট্রিপেও বেশ কাজে লাগে।