ভাবছেন শুধু মহিলাদের বিচ! তাও আবার হয় নাকি? আসলে এর একটা ইতিহাস আছে। ব্রিটিশ রাজত্ব কালে ইংলিশ লেডিরা এই বিচ-এ আসতেন সান বাথ নিতে। প্রাইভেসি রাখার জন্য এই বিচে পেঁছোতে হতো ডিঙি নৌকো করে। আজও একই ব্যবস্থা রয়ে গেছে। কর্ণাটক রাজ্যে কারওয়ার নামের এই সৈকত এক কথায় অতুলনীয়। বড়ো বড়ো শীলাখণ্ডের উপর আছড়ে পড়া ঢেউ আর দূরে কারওয়ার বন্দর- সবমিলিয়ে এক অপার্থিব ল্যান্ডস্কেপ। উত্তর কন্নড টুরিজম-এর অন্তর্গত এই বিচ। ফিমেল ট্রাভেলারদের জন্য আদর্শ।

ভৌগোলিক ভাবেই কারওয়ার বিচটার একটা প্রাইভেসি আছে। আমবাগানের মধ্যে দিয়ে একটা চড়াই পথ ভেঙে পেঁছোতে হয় বিচে। পশ্চিমঘাট পর্বতমালার ব্যাকড্রপ আর সুনীল জলরাশি এর সৌন্দর্যের অন্যতম প্লাস পয়েন্ট।

কারওয়ার-এর বিচ দেখার জন্য অবশ্য থাকতে হবে কারওয়ার শহরেই। তাই একই সফরে ঘুরে নেওয়া যাবে গোকর্ণ। গোকর্ণ বিখ্যাত এর ওম বিচের জন্য। ওঁ আকারের এই বিচটি দেখতে দেশ বিদেশের পর্যটক আসে। এখান থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবের স্ট্যাচু মরুভেশ্বর দেখার জন্যও জনসমাগম হয়।

কীভাবে যাবেন : বেঙ্গালুরু থেকে ডিলাক্স বাস আছে গোকর্ণ বা কারওয়ার যাওয়ার জন্য। ট্রেনে গেলে গোকর্ণ রোড স্টেশনে নামতে হবে।

কোথায় থাকবেন : থাকার জন্য নানা মানের হোটেল আছে কারওয়ার ও গোকর্ণ-তে

Kapu  beach in Karnatak

কাপু

কর্ণাটকের আরও একটি বিচ যদি ভ্রমণে ইচ্ছুক হন, তবে আুনার তালিকায় যোগ করতে হবে আরও একটি নাম৷এই সৈকতের ভালো নাম কাপু, আদরের নাম কাউপ, কিন্তু অনেকেই জানেন না কর্ণাটকের এই সুন্দর সৈকতটির কথা। মন্দির শহর উদুপি বেড়ানোর প্ল্যান থাকলে, একেবারেই মিস করবেন না কাপু ভ্রমণ। আইকনিক লাইটহাউসটি দেখলেই চেনা যায়, এই সৈকতটিকে। ছোট্ট একটি টিলার মাথায় এই বাতিঘর জায়গাটাকে অপরূপ করে তুলেছে। মাইলের পর মাইল সোনালি বালুতট আর সুনীল জলরাশি সব মিলে জায়গাটি অতুলনীয়। কোঙ্কনি বিচগুলির মধ্যে অন্যতম সেরা এই বিচ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...