নদীর নাম যদি হয় ‘জিয়াভরালি’ তাহলে তাকে দেখামাত্র জিয়া অর্থাৎ হূদয় যে ভরবে এ তো স্বাভাবিক! কল্পনার পাখায় উড়াল দিয়ে, এবার তাই আমাদের গন্তব্য অসমের জিয়াভরালি ও তৎসংলগ্ন বনস্থলি নামেরি ন্যাশনাল পার্ক। মাছ ধরার নেশা যাদের তারা একবাক্যে চিনে নেবেন এই অঞ্চলের সুখ্যাত ‘পটাসালি-অ্যাংলিং ক্যাম্প’-কে। আমাদের থাকার জন্য একটি দিন রাখা হয়েছে এই অ্যাংলিং ক্যাম্পে, বাকি দুটো দিন থাকব ন্যাশনাল পার্কের সীমানায় নামেরি ইকো ক্যাম্পের জাঙ্গল টেন্ট-এ। Nameri Wild Life Range-র রেঞ্জ অফিসারের সৌজন্যে মিলেছে বুকিং।
Guwahati থেকে Tezpur হয়ে বিকেল বিকেল পৌঁছেছি পটাসালিতে। ভরালি নদীর সৌন্দর্য দুচোখ ভরে দেখি। বনের গাঁ ঘেঁষে যেন একটি নীল দুপাট্টার মতো বয়ে চলেছে এই নদী। জঙ্গলের ব্যাকড্রপে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে সূর্যকে বিদায় জানাই।
পরদিন একজন গাইডের সাহায্যে আমাদের জঙ্গল ভ্রমণ। সংখ্যায় কমে আসা হোয়াইট উইংড উড ডাক-এর বাস এই নদীতে। জিয়াভরালি ও তার অসংখ্য শাখা নদী ন্যাশনাল পার্কটিকে সবুজ ও সতেজ করে রাখে। সম্বর, বার্কিং ডিয়ার, হগ ডিয়ার, বুনো শূকর, গৌর ও অল্পসংখ্যক বাঘ রয়েছে নামেরিতে। বর্ষায় ফুলে ফেঁপে ভয়ংকরী রূপ নেয় জিয়াভরালি। কিন্তু অজস্র পাখির বাসস্থান এই বনস্থলি। ওরিয়েন্টাল কিংফিশার, হোয়াইট চিক্ড পার্টরিজ, মাউন্টেন ইমপেরিয়াল পিজিয়ন, ব্লু নেক্ড পিট্টা, স্লেন্ডার বিল্ড ওরিওল, হিল ব্লু ফ্লাইক্যাচার প্রভৃতি বহু জাতের, বহু রঙের পাখির আবাস এই নামেরি। এছাড়া মায়ানমারিজ পাইথন, ফিলড বক্স টার্টল, সাউথ ইস্ট এশিয়ান লিফ টার্টল, আসাম রুফড্ টার্টল প্রভৃতি উভচরের বাসও এই জঙ্গলে।
গাইড পথ চেনায়, আমারাও পাখি দেখতে দেখতে এগোই। একজায়গায় দাঁড়িয়ে পড়ি চারটি বিরাট হর্নবিল দেখে। ক্রমে দেখি হর্নবিলের আস্ত একটি ঝাঁক। ওদের বিরক্ত না করে এগোতে থাকি নিঃশব্দে। জাঙ্গল ট্রেক-এর অভিজ্ঞতা এই প্রথম, তাই পদে পদে শিহরণ লাগে। ফেরার পথে দেখি একটা বিশাল পাইথন, গাছের নীচে কুণ্ডলী পাকিয়ে শুয়ে।