কুমায়ুন পর্বতমালার কোলে রয়েছে পর্যটকদের মন কেড়ে নেওয়ার মতো অজস্র ছুটি কাটানোর জায়গা। এর মধ্যে সবচেয়ে পরিচিত জায়গাটি নৈনিতাল। ছেলেমেয়েদের স্কুল কলেজে গ্রীষ্মের ছুটি পড়লে ভ্রমণপিপাসু বাঙালি প্রায়ই যেখানে যাওয়ার পরিকল্পনা করে।

নৈনিতালের মূল আকর্ষণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। নৈনি লেক, পাহাড়, পপলার-চিনার-দেওদার গাছে ছাওয়া রাস্তা এসবই মুগ্ধ করার পক্ষে যথেষ্ট। নৈনিতালে পৌঁছোনোও খুব কঠিন নয়। দিল্লি এবং নৈনিতালের মধ্যে নিয়মিত বাস যাতায়াত করে। লখনউ থেকেও বাস সার্ভিস আছে। নৈনি লেকের পাড়েই বাসস্ট্যান্ড। লেকের পাড় ধরে হেঁটে নৈনিতাল শেষ হলে মাল্লিতাল। পর্যটকদের বিনোদনের হাজারও পশরা সাজানো এখানে। আছে গল্ফ কোর্স, চিলড্রেন্স পার্ক, ঝরনা, স্কেটিং।

মাল্লিতাল পেরোলে তাল্লিতাল। এটি বাজারহাটের জন্য নির্দিষ্ট এলাকা। নৈনিতালে পাহাড়ের গায়ে চমৎকার চিড়িয়াখানাটিও পর্যটকদের মন কেড়ে নেয়।

নৈনিতাল চেনা শহর। কুমায়ুন পর্বতমালার কোলে আরও অজস্র জায়গা আছে, যা অল্প চেনা। যেমন, চৌকোরি, কৌশানি, পাউরি, পিথোরাগড়, বিনসর কিংবা আলমোড়া অথবা রানিখেত।

কুমায়ুনের বিরাট পর্বতশ্রেণির সঙ্গে ভারতীয় পুরাণকথার আশ্চর্য এক সংযোগ খুঁজে পাওয়া যায়। বিশেষত, মহাভারতে বর্ণিত অনেক ঘটনার সঙ্গেই এই পর্বতমালার সম্পর্ক রয়েছে।

কুমায়ুন পর্বতমালার ৭২০০ফুট উচ্চতায় পিথোরাগড় জেলা। এই জেলারই একটি সীমান্ত শহর মুনশিয়ারি। সীমান্ত শহর এই কারণে যে, শহরটির পুবে নেপাল এবং উত্তরে তিব্বত। চন্দক, থল, ধবজ, কেদার ও কুন্দর এই পাঁচটি পাহাড়ে ঘেরা এই শহর। দুয়েকটা দিন কাটিয়ে যেতে পারেন এখানেও। পথে পড়বে রামগঙ্গানদীর তীরে থল। ভীষণ ভয় পাওয়ানো রাস্তা উঠে গেছে পাহাড়ের গা বেয়ে। হেয়ারপিন বেন্ড। অনেক নীচে বয়ে যাচ্ছে নদী। হঠাৎ-ই দেখতে পাবেন বিরথি জলপ্রপাত। নীচে সৌন্দর্যমণ্ডিত বিরথি গ্রাম। বাস থামবে কালামুনি গিরিবর্ত্ম্যে।

এখানেই পঞ্চচুল্লিকে প্রথমবারের জন্য দেখতে পাবেন। শোনা যায়, পঞ্চচুল্লির পাঁচটি চুলায় দ্রৌপদী তাঁর পাঁচজন স্বামীর জন্য রান্না করতেন। এখন অবশ্য এক ঝলক দেখে এই ইতিহাসকে পুনরুদ্ধার করার রাস্তা নেই। কেন-না পঞ্চচুল্লির কোলে মুনশিয়ারি এখন মহকুমা শহর। কুমায়ুন মণ্ডলের একটি বাংলো আছে এখানে। বাংলোর জানলা দিয়ে পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দেখতে ঘোর লেগে যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...