কেরল ব্যাকওয়াটার্স

নতুন জীবন যদি অবিস্মরণীয় ভ্রমণ দিয়ে শুরু করেন, কেমন হবে? হ্যাঁ, কেরল ব্যাকওয়াটার্স--এর Romantic vacation in Kerala প্রসঙ্গেই একথা বলা হচ্ছে। কল্পনা করুন জীবনসঙ্গী আর আপনি দু’জনে জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে হাউসবোট-এ একান্ত নিভৃতে মধুর মুহূর্ত কাটাচ্ছেন। আশেপাশে কোনও কোলাহল নেই। শুধু জলের মধুর কলকল আওয়াজ আর শনশন হাওয়া বয়ে যাবার শব্দ। এতই নিরিবিলি শান্ত পরিবেশ যে আপনার আর সঙ্গীর একে অপরের হৃদ্স্পন্দনও যেন স্পষ্ট শুনতে পাওয়া যায়।

আকাশের উড়ন্ত পাখির মতোই মনের বিহঙ্গও যেন ডানা মেলে কোথায় উড়ে যায়। দূর কিনারায় গ্রাম্যজীবনের বিবিধ রঙের ঝলক দেখতে পাওয়া যায়। পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর, খেত ভরা ধান হাওয়ায় দুলছে, প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা নারকেল গাছ, নীল আকাশ আর আশেপাশে মনোরম দৃশ্য– এসবই বাস্তব, কল্পনা নয়, যদি আপনি Kerala Backwaters ভ্রমণ করেন।

Kerala travel

এখানে আসার উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস। হাউস বোট-এ চড়ে এই ভ্রমণ দারুণ মনোরম ও উপভোগ্য। জলের উপর হাউস বোট এমন এক অপূর্ব পরিবেশ নির্মাণ করে, যেখানে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে পাবেন নিজের বেডরুমের উষ্ণতা, টিভি, ডাইনিং টেবিল, টেরেস থেকে সুখসুবিধার যাবতীয় উপকরণ মজুত রয়েছে এখানে।

কোথায় থাকবেন

কেরলে থাকা এবং ভ্রমণ করার সর্বাপেক্ষা রোমান্টিক বিকল্প হল হাউস বোট ভাড়া করা। স্থলে থাকার জন্য, বিলাসবহুল স্থান হল কুমারাকম রিসর্ট স্পা, মায়া স্পা এবং ভেবানাদ হাউস।

ভারকালা বিচ

এটি একটি রোমান্টিক বিচ। ধবনি এখানে প্রতিধবনিত হয়। ফিরতি ঢেউ, সমুদ্রের উপর সূর্যকিরণের ছটা, নোনাজলের মধুর ছোঁয়ায় মুখমণ্ডল ভরে যায়, এমনই সব মনোরম দৃশ্যে ভরপুর কেরলের ভারকালা বিচ।

রংবেরঙের দোকান, হোটেল, রেস্তোরাঁ, কটেজ দিয়ে ঘেরা এই জায়গা। দূর থেকে চোখে পড়ে বালিয়াড়ি আর সমুদ্রতট। সন্ধের সময় Varkala Beach-এর আকর্ষণ আরও বেড়ে যায়। এই সময় দোকান আর গেস্টহাউসগুলোতে আলো জ্বলে ওঠে। মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইতে থাকে। এই রোমান্টিক পটভূমিতে কোনও রেস্তোরাঁ বা ধাবায় বসে ডিনার করতে দারুণ লাগে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...