বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই বলে হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে তো চলবে না! অফিসে যেতেই হবে– বেড়াতে যাওয়াটাও তো আর বন্ধ রাখা যায় না।ঝমঝম বৃষ্টিদিনে, শ্যাওলা ধরা মেজাজটাতে আনুন একটু স্ফূর্তির আমেজ। নিজেকে প্রেজেন্টেবল করতে গেলে অল্পবিস্তর হলেও মেক-আপ করাটা দরকার বটেই। জানি, বর্ষার দিনে, খুব বেশি মেক-আপ করাটা বেমানান লাগে আবার বৃষ্টির জলে মেক-আপ ধুয়ে-মুছে যাওয়ারও একটা দুশ্চিন্তা থাকে। অনেকেই মুশকিলে পড়ে যান অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে পোশাক-সাজগোজ কীভাবে বাছবেন? রইল Fashion tips for rainy season.
সমাধান জানার চেষ্টা করলাম শহরের একজন প্রতিষ্ঠিত মেক-আপ এক্সপার্ট-এর কাছে। তিনি জানালেন, ‘বর্ষার দিনে মেক-আপ কিট-এর সমস্ত সামগ্রী ওয়াটারপ্রুফ হওয়া বাঞ্ছনীয়। বৃষ্টিতে ভিজলে এমনিতেই শরীরের সঙ্গে ভিজে জামাকাপড় আটকে থাকে। তাই মেক-আপটা যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে মুছে যাওয়ার অথবা ধেবড়ে যাওয়ার ভয়টা থাকে না।’
Rainy day make up tips
লং লাস্টিং মেক-আপের মধ্যে ম্যাক্স-ফ্যাক্টর ফাউন্ডেশন, যার নাম ‘সেকেন্ড স্কিন’ সব থেকে কার্যকরী। এটা লাগালে অনুভব করাই যায় না যে, মেক-আপ করা হয়েছে কিনা। এমনকী আতশকাচের সাহায্যেও মেক-আপ করা হয়েছে, ধরা পড়ে না। এই ফাউন্ডেশন মুখে অথবা শরীরে অনেকক্ষণ পর্যন্ত থাকে। এটা লাগিয়ে লুজ পাউডারের হালকা একটা প্রলেপ লাগিয়ে নেওয়া প্রয়োজন যাতে মেক-আপ ভারী না-হয়। কমপ্যাক্ট লাগালে মেক-আপ ভারী হয়ে যায়। এরপর ভালো কোম্পানির ওয়াটারপ্রুফ আইমাসকারা (ম্যাক্স ফ্যাক্টর-এর মাস্টার পিস) লাগিয়ে নেওয়া যেতে পারে।
বর্ষার দিনে সবসময় ব্লটিং পেপার সঙ্গে রাখা উচিত। ‘মেরি কে’ কোম্পানির ব্লটিং পেপার, টিস্যু পেপারের মতো নরম এবং ছোটো হয়, যেটা মেক-আপের উপরে ঘাম, বৃষ্টির জল অথবা চ্যাটচেটে ভাব দূর করে। এছাড়াও বর্ষাতে ওয়াটার প্রুফ আইপেনসিল অথবা কাজল ব্যবহার করা চলতে পারে। ঠোঁটের ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা বাঞ্ছনীয়। গোলাপি এবং বাদামি রঙের সফট ম্যাট লিপস্টিক এখন সকলের পছন্দের। এখন হচ্ছে ‘রক-স্টার মেক-আপ’-এর জমানা, তাই যে-কোনও গাঢ় রঙের আইশ্যাডো সকলেই কিনছেন পছন্দ করে।
বর্ষার সিক্ততার একঘেয়েমি ভাঙতে পরুন আর্টিফিশিয়াল গয়না যা ওজনেও হালকা হবে। বর্ষার জল লেগে ভারী গয়না নষ্ট হয়ে যেতে পারে। গলায় দমবন্ধ নেকলেস-এর জায়গায় পরুন লম্বা চেন যা গলার অনেক নীচে অবধি ঝুলবে। বর্ষার ভ্যাপসা গরমে ত্বকের সঙ্গে লেগে থাকা গয়না পরবেন না। এতে গয়নাও খারাপ হয় এবং গরমে অস্বস্তিও বাড়ে।
বৃষ্টিতে হালকা পোশাক পরা উচিত এবং এমন মেটিরিয়াল বাছা উচিত যা ভিজলেও চট করে শুকিয়ে যায়। কালো, নীল, বাদামি, গ্রে ইত্যাদি রঙের পোশাক বর্ষায় ভিজে গেলেও দেখতে খারাপ লাগে না। ডার্ক-কালারস-ই বৃষ্টির জন্য ভালো।এগুলিই হল Monsoon Dresses Fashion Tips.
চুলের পরিচর্যা করা এইসময় সত্যিই কঠিন। অতিরিক্ত আর্দ্রতাযুক্ত আবহাওয়ায় এবং বর্ষার জলে চুল তৈলাক্ত হয়ে যাওয়া, জট পড়া এবং চুল ঝরে যাওয়ার প্রবণতাও দেখা যায়। এই অবস্থায় একদিন ছাড়া নিয়মিত শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে চুলে ভালো করে তেল মালিশ করে তবেই শ্যাম্পু করবেন। যাদের লম্বা চুল তাদের বৃষ্টির জল থেকে চুলকে বাঁচাতে সাবধানতা অবলম্বন করা উচিত। চুল যদি ভিজেও যায় তাহলে ভালো করে চুল মুছে নিয়ে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া উচিত। বর্ষায় অলিভ অয়েল চুলের জন্য খুবই উপকারী। বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় যদি চুল ভিজে যায় এবং শুকোবার সময়ও অল্প থাকে তাহলে ‘হেয়ার ড্রায়ার’, চুল থেকে রপ্ত সেন্টিমিটার দূরত্বে রেখে ব্যবহার করুন। সবশেষে অল্প সিরাম লাগিয়ে চুলের ন্যাচারাল ঔজ্জ্বল্য ফিরিয়ে আনুন।
বর্ষার দিনে অভিনেত্রীদের মেক–আপ
‘সিনেমায় শুটিং-এর সময় ওয়াটারপ্রুফ মেক-আপ করি। বাইরে কোথাও যেতে হলে আমার পছন্দ, হালকা মেক-আপ। সুতির পোশাক আমার সবথেকে প্রিয়। এরই মধ্যে আমার বিশেষ করে ভালোলাগে স্কার্ট এবং ফ্রক। বর্ষায় গাঢ় রঙের পোশাক পরি যার মধ্যে কালো রং আমার ভীষণ পছন্দ।’– তনুশ্রী দত্ত।
‘খুব কম মেক-আপ করি। বেস ব্যবহার করি না। খালি লিপগ্লস এবং মাসকারা লাগাই, যা বেশিরভাগ সময়েই ম্যাট ফিনিশ হয়।’– নিতু চন্দ্র।
‘শুটিং-এর মেক-আপ বেশিরভাগ সময় ওয়াটারপ্রুফ হয়। বর্ষা ঋতুতেও সানস্ক্রিন লাগাতে ভুলি না। হালকা লিপগ্লস, ওয়াটারপ্রুফ মাসকারা এবং কাজল ব্যবহার করি। ফ্রক পরতে ভালোবাসি। দই এবং গাজরের রস, তেলে মিশিয়ে চুলে লাগাই। একদিন অন্তর শ্যাম্পু করি। ছাতা এবং রেনকোট নিতে ভুল হয় না।’– দীপল শাহ
‘হালকা মেক-আপ, ম্যাট রঙের লিপস্টিক এবং কালো রঙের পোশাক পরতে ভালোবাসি। প্যান্ট এবং টি-শার্ট পরে আরাম পাই। বর্ষায় খাওয়াদাওয়ার দিকে বেশি খেয়াল রাখি। বাইরের খাবার খুব কম খাই। প্রচুর পরিমাণে জল খাই।’– সুস্মিতা সেন।