পরিষ্কার, কোমল ও মোলায়েম ত্বক পাওয়ার ইচ্ছে সব মেয়েরই থাকে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নানা প্রচেষ্টা তারা করতে ছাড়েন না। মুখের সৌন্দর্য নিয়ে প্রায় সব মেয়েরাই বেশি ভাবনা চিন্তা করেন।
ফেস রেজার
ফেসিয়াল Hair Removal-এর জন্য বিশেষ করে ফেস রেজার ব্যবহার করা হয়। এই এক্সফলিয়েটর মুখের রোম তুলতে কার্যকরী। মুখ, চিন, আপার লিপ্স, আইব্রোজ, ফোরহেড— সর্বত্র এটি হেয়ার রিমুভ করতে সক্ষম।
এটি ত্বকের মৃত কোশ এবং অতিরিক্ত অয়েল রিমুভ করে ক্লিন স্কিন টেক্সচার নিয়ে আসতে সাহায্য করে। একই সঙ্গে পকেট ফ্রেন্ডলি হওয়ার কারণে সকলেই এটি অ্যাফোর্ড করতে পারে।
যা করণীয়
- ব্যবহারের আগে অবশ্যই ফেস হাইড্রেট করুন
- হেয়ারের গ্রোথ যে-দিকে সেই দিশায় রেজার চালান
- প্রসেস সম্পূর্ণ হলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ক্লিন করুন।
এড়িয়ে চলুন
- একে অপরের রেজার ব্যবহার করবেন না।
- ভালো রেজাল্ট পেতে হার্শ ভাবে এটি ব্যবহার করবেন না
- গ্রোথ দেখে রেজার ব্যহার করুন
- ত্বক সংবেদনশীল হলে মুখে রেজার ব্যবহার করবেন না।
লেজার Hair Removal
রোজ রোজ ওয়্যাক্সিং, শেভিং-এর ঝঞ্ছাট থেকে যারা রেহাই পেতে চান তাদের জন্য Hair Removal-এর সবথেকে ভালো বিকল্প হল লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট। অবাঞ্ছিত রোম-এর হাত থেকে নিষ্কৃতি পাবার এটি একটি কসমেটিক পদ্ধতি। এই প্রক্রিয়ায় লেজার লাইট ব্যবহার করে হেয়ার ফলিকলস নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়।
ট্রিটমেন্ট সামান্য দীর্ঘ হলেও এর এন্ড রেজাল্ট খুব ভালো। কয়েকটি সিটিং দেওয়ার পর অবাঞ্ছিত রোম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সিটিং এবং লেজার ট্রিটমেন্ট নির্ভর করে আপনার রোম কতটা মোটা এবং শরীরের কতটা অংশের রোম আপনি তুলে ফেলতে চান।
উচিত কাজ
- লেজার ট্রিটমেন্ট করাবার ২-৩ সপ্তাহ আগে থেকে ওয়্যাক্সিং, ব্লিচ এবং হেয়ার প্লাক করা আপনাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে
- ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বক বাঁচিয়ে চলতে হবে এবং বাইরে যাওয়ার প্রয়োজন হলে সানস্ক্রিন লাগিয়ে যেতে হবে
- ব্লিচ করা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে
- ট্রিটমেন্ট নেওয়ার আগে মেক-আপ এবং ক্রিম পুরোপুরি ত্বক থেকে মুছে ফেলুন।
অনুচিত কাজ
- ট্রিটমেন্টের পর ২-৩ দিন পর্যন্ত হার্শ সোপ এবং ক্রিম ব্যবহার করবেন না
- অন্তত ১-২ দিন, বেশি গরমজলে স্নান করবেন না
- ট্রিটমেন্ট হয়ে যাওয়ার ২-৩ সপ্তাহ পর্যন্ত ব্লিচ-এর ব্যবহার একেবারেই করবেন না।
- সুগন্ধীযুক্ত কসমেটিকস এড়িয়ে চলুন কারণ এতে ত্বকে অ্যালার্জি হওয়ার সমস্যা বেশি থাকে
- অ্যাফেক্টেড অংশে বরফ ঘষে ত্বক ঠান্ডা রাখুন
- সিটিং যেন মিস না হয় ।
অ্যাডভান্সড শেভিং মেশিন
শরীরের অবাঞ্ছিত রোম রিমুভ করা খুব সংবেদনশীল একটি কাজ। কারণ সঠিক টেকনিক ফলো না করলে, দায়সারা ভাবে কাজ সারতে চাইলে, ত্বকের নানাভাবে ক্ষতি হতে পারে। যেমন কেটে বা জ্বলে পর্যন্ত যেতে পারে।
মহিলাদের এই ধরনের সমস্যামুক্ত করতে অ্যাডভ্যান্সড শেভিং মেশিন ফর উইমেন মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটি ইলেকট্রিক মেশিন যার সফ্ট ব্লেডস খুব সহজে রোমকে ট্র্যাপ করে ত্বক পরিষ্কার করে। সাধারণত এটি বিকিনি এরিয়া, আন্ডারআর্ম এবং আপার লিপস-এর জন্য ব্যবহার করা হয়।
মেশিন ব্যবহারের নিয়ম
- যখনই শেভিং মেশিন কিনবেন, সবসময় অ্যাডভান্সড মেশিন বাছবেন রিসার্চ করে তবেই মেশিন কিনবেন
- হাইজিন-এর কথা মাথায় রেখে ভালো করে মেশিন পরিষ্কার করবেন
- মাঝে মাঝেই ব্লেড বদলাতে ভুলবেন না। ঠিকমতো চার্জ করবেন।
মাথায় রাখুন
- প্রয়োজনের বেশি মেশিন ব্যবহার করবেন না
- একই জায়গায় বারবার মেশিন চালাবেন না
- আন্ডার রুট হেয়ার, মেশিন দিয়ে রিমুভ করবেন না, এতে রেজাল্ট মনের মতো হবে না।