আপনার ত্বক-কে মসৃণ কোমল ও রোমমুক্ত করতে হলে সেরা পদ্ধতি ওয়্যাক্সিং। এই পদ্ধতিতে শুধু রোম নিমূর্লই হয় না, ত্বকের ট্যানও ফিকে লাগে দেখতে। ওয়্যাক্সিং করানোর পর অন্তত দু-সপ্তাহ ত্বক পরিচ্ছন্ন ও দাগহীন দেখতে লাগে। আবার নতুন রোম গজালেও তা আগের চেয়ে সংখ্যায় কম এবং মিহি হয়। নিয়মিত ওয়্যাক্সিং করালে ৩-৪ সপ্তাহ পর্যন্ত হেয়ার গ্রোথ থামিয়ে রাখা যায়। ওয়্যাক্সিং-এর নানা ধরন এখানে আলোচনা করা হল।

সফ্ট ওয়্যাক্সিং বা রেগুলার ওয়্যাক্স

এটাই সবচেয়ে কমন ওয়্যাক্সিং-এর পদ্ধতি। এতে মধু ও চিনির মিশ্রণ গরম করে ত্বকের উপর লাগানো হয়। হেয়ার রিমুভ করার পাশাপাশি এটা ট্যানও রিমুভ করে। স্কিন সফট ও গ্লসি হয়।

চকোলেট ওয়্যাক্স

এই ওয়্যাক্সিং-এ স্কিন পোরস্ ওপেন হয়। এর ফলে রোম সহজেই ত্বক থেকে নির্মূল হয়। বেশি যন্ত্রণাদায়কও নয় এই পদ্ধতি। চকোলেটে মজুদ স্কিন স্মুদিং এলিমেন্ট, ত্বককে রিল্যাক্স করতেও সহায়ক। কোকো পাউডার বেসড ওয়্যাক্স-এর সাহায্যে রোম পুরোপুরি উঠে আসে। এই ওয়্যাক্সিং-এ রেড প্যাচ পড়ে না ত্বকে। চকোলেটের গন্ধটাও এক আনন্দের অনুভূতি এনে দেয় মনে।

অ্যালোভেরা ওয়্যাক্স

অ্যালোভেরা পাল্প দিয়ে তৈরি এই ওয়্যাক্স স্কিন নারিশ করার সাথে সাথে রিজুভিনেটও করে। শরীরের সেন্সিটিভ এরিয়া, যেমন আন্ডার আর্মস এবং বিকিনি পার্ট-এর জন্য এটা উপযুক্ত।

ব্রাজিলিয়ন ওয়্যাক্স

এটা এক ধরনের হার্ড ওয়্যাক্স যা বিকিনি এরিয়ার জন্য আইডিয়াল। ওয়্যাক্সিং-এর যন্ত্রণা কম করতে হলে, দ্রুত এই ওয়্যাক্স করা প্রয়োজন।

লাইপোসলিউবল ওয়্যাক্স

এই ওয়্যাক্স অয়েল বেসড। রোমের গোড়ায় এটা ভালো ভাবে আটকে ধরে। ফলে রোম তুলতে সুবিধে হয়। ত্বকের উপরও এটা অত্যন্ত কোমল। তবে এই ওয়্যাক্স ব্যবহার করতে হলে আগে স্কিনের ওপর তেল বুলিয়ে নেওয়া জরুরি। এই ওয়্যাক্স খুব গরম অবস্থায় লাগানো হলেও, ত্বক ক্ষতিগ্রস্ত হয় না।

খেয়াল রাখুন

ওয়্যাক্সিং করানোর সময়, ত্বকে প্রদাহ হতে পারে, যন্ত্রণাদায়ক বোধ হতে পারে, লাল হওয়া বা সংক্রমণ হওয়াও স্বাভাবিক। ত্বক অনেক সময় চুলকায় বা ত্বকের টেক্সচারেও পরিবর্তন আসতে পারে। মুখের ত্বক খুব সেন্সিটিভ। ওয়্যাক্সিং করানোর ফলে অকালে মুখে বলিরেখা পড়তে পারে। তাই বারবার ওয়্যাক্সিং করার বিকল্প হতে পারে লেজার হেয়ার রিমুভাল।

ওয়্যাক্সিং করার আগে

ক)  সংক্রমণ এড়াতে হাত পরিষ্কার রাখুন

খ)  যে-অংশে ওয়্যাক্সিং হবে সেটাও পরিচ্ছন্ন রাখুন

গ)  ওয়্যাক্সিং ভালো পার্লারেই করুন

ঘ)  ওয়্যাক্স ও স্ট্রিপস্ ভালো ব্র্যান্ডের হওয়াটা জরুরি

ঙ)  ওয়্যাক্সিং করার একদিন আগে ত্বক স্ক্রাব করে নিন। এর ফলে মৃত কোশ ঝরে যাবে

ওয়্যাক্সিং-এর পর

ক)  ওয়্যাক্সিং করার ২৪ ঘন্টার মধ্যে রোদে না বেরোনোই ভালো

খ)  ১২ ঘন্টা অবধি সওনাবাথ না নেওয়া উচিত

গ)  ২৪ ঘন্টার মধ্যে ক্লোরিনযুক্ত সুইমিং পুল-এ নামবেন না

ঘ)  স্পা করাবেন না ২৪ ঘন্টার মধ্যে

ঙ)  ক্রিম লাগাবেন না

চ)  যদি ত্বকে কোনও প্রদাহ হয় ওয়্যাক্সিং-এর পর, তাহলে ত্বকে সর লাগান তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন

ছ)  ওয়্যাক্সিং করার পরই বরফ লাগান ত্বকে

জ)  ওয়্যাক্সিং-এর পর ত্বক জ্বালা করলে, ত্বকে অ্যালোভেরা-যুক্ত ক্রিম মাসাজ করুন

ঝ)  ওয়্যাক্সিং করার পর খুব টাইট পোশাক পরবেন না

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...