মেক-আপ করতে হলে কিছু কিছু বিষয়ে জেনে রাখাটা একান্ত প্রয়োজন নয়তো আপনার পুরো প্রচেষ্টাটাই বিফলে চলে যেতে পারে। এই ক্ষেত্রে প্রসাধন সামগ্রীর সঠিক ব্যাবহার জেনে রাখাটা খুব দরকার।
ক) পুরো মুখে ফাউন্ডেশন লাগানো উচিত নয়। যে-জায়গাগুলোয় ত্বকের রঙের পার্থক্য রযে সেই জায়গায় শুধু লাগানো উচিত। ফাউন্ডেশনের শেড ত্বকের রঙের সঙ্গে মানানসই হওয়া একান্ত দরকার। নাকের দুই পাশ মুখের অন্য অংশের তুলনায় বেশি কালো। সেই ক্ষেত্রে ওই অংশে ফাউন্ডেশন লাগিয়ে মুখের অন্য অংশেও চারিয়ে দিন, যাতে পুরো ত্বকের রং একরকম দেখতে লাগে
খ) ভুরু হালকা হলে তাকে স্পষ্ট করে তোলার জন্য আইব্রো পেনসিল ব্যবহার করুন। ভুরুর ন্যাচারাল লুক ধরে রাখার চেষ্টা করুন। পুরো ভুরু আঁকবেন না
গ) প্রাইমারকে গুরুত্ব দিন। দীর্ঘ সময় মেক-আপ টিকিয়ে রাখার জন্য প্রাইমার অবশ্যই ব্যবহার করুন। মেক-আপ করার আগে বরফ নিয়ে মুখে ঘষুন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং মেক-আপও দীর্ঘ সময় পর্যন্ত টিকবে
ঘ) মেক-আপ ব্র্যান্ড নিয়ে আমরা খেয়াল রাখি কিন্তু মেক-আপ ব্রাশ-এর যত্ন নিই না। ব্রাশ আমরা সাধারণত পরিষ্কার করি না। ফলে ওতে ব্যাক্টেরিয়ার জন্ম হয়। সাবান জলে ব্রাশ ভিজিয়ে রাখা উচিত, পরে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর নয়তো ব্রাশ ক্লিনার ব্যবহার করা যেতে পারে
ঙ) মাসকারা লাগাবার আগে আইলাইনার লাগিয়ে নেওয়া বাঞ্ছনীয়
ডেইলি রুটিন বিষয়ে
ক) হাইড্রেটেড ত্বকেই মেক-আপ করুন। ত্বকের ক্লিনিং, টোনিং এবং ময়েশ্ছারাইজিং-এর খেয়াল রাখুন। এতে মেক-আপ করতে সুবিধা হবে
খ) পাউডার-এর ব্যবহার কম করতে হবে। ফেসকে পারফেক্ট করতে হলে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। এতে মুখের দাগছোপ ঢেকে ফেলা সম্ভব হয়। এটার উপর হালকা করে পাউডার লাগিয়ে নিলেই মেক-আপ বেস তৈরি হয়ে যায় এবং অনেকটা সময় মেক-আপ টিকেও থাকে
গ) মেক-আপ করার সময় খেয়াল রাখুন, ব্রাইট লিপস্টিক বা ব্রাইট ব্লাশার-এর মধ্যে যে-কোনও একটাকে বেছে নিতে হবে। দুটোই একসঙ্গে রাখতে গেলে পিকচার পারফেক্ট লুক আসবে না। মেক-আপ-এর আগে সিদ্ধান্ত নিন, ব্রাইট লুক পছন্দ নাকি নিউড
ঘ) ত্বক অনুযাযী স্ক্রাব কিনুন আর এর ব্যবহার কম করুন। অনেকেই মনে করেন, রোজ স্ক্রাব করলে ত্বক বেশি উজ্জ্বল হবে। একেবারেই না বরং ত্বকের ন্যাচারাল অয়েল এতে নষ্ট হয়ে যায়। সপ্তাহে দু- তিনবার স্ক্রাব করলেই যথেষ্ট। বাদাম ভিজিয়ে পিষে স্ক্রাব বানিয়ে লাগালে ত্বকের পুষ্টিও হবে আর ত্বকের কোনও ক্ষতিও হবে না
ঙ) লিপ লাইনার এবং লিপস্টিক একে অপরকে কমপ্লিমেন্ট করে। লাগাবার সময় উভয়ের শেড ম্যাচ করান। লিপস্টিকের থেকে এক শেড ডার্কার লিপ লাইনার ব্যবহার করে দেখুন, সৌন্দর্য আকর্ষণীয় হয়ে উঠবে।