প্রতিদিন আমাদের জীবনশৈলীতে যে-পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন, উন্নততর গ্যাজেট এবং প্রোডাক্ট বাজারে আসছে। এই সময়ের বদলটা আপনার উপরেও প্রভাব ফেলছে প্রকারান্তরে। তাই নিজেকে ফ্যাশন, লাইফস্টাইলের খুঁটিনাটিতে, স্কিনকেয়ার, বিউটি— সমস্ত ক্ষেত্রেই গ্রুমিং করার নিয়মগুলিও বদলে যাচ্ছে। আসন্ন বিবাহের ঋতুতে সব মেয়েরাই চায় ওই বিশেষ দিনটিতে যেন নজরকাড়া সুন্দরী হয়ে ওঠা যায়। তাই নিউ এজ কসমেটিক প্রোডাক্টগুলিকে আলিঙ্গন করুন। এগুলিই আপনার জীবনের একটা বিশেষ মোড়ে আপনার সত্যিকারের বন্ধু হয়ে পাশে দাঁড়াবে। পরামর্শ দিয়ে সহায়তা করছেন ডা. ভারতী তানেজা।
নিউ এজ কসমেটিক প্রোডাক্ট
আজকাল মেয়েরা নিউ এজ কসমেটিক প্রেডাক্টগুলি আপন করে নিচ্ছেন, যাতে তাদের ত্বকে একটা বাড়তি ঔজ্জ্বল্য যোগ হয়। পাশাপাশি ত্বকের হেলদি লুকও বজায় থাকে। এই আধুনিক কসমেটিক প্রোডাক্টগুলি অ্যান্টিঅক্সিড্যান্টস সমৃদ্ধ। এর বেশির ভাগই তৈরি হয় প্রাকৃতিক উপকরণ যেমন, ভিটামিন ও এসেনশিয়াল অয়েল দিয়ে, যার ফলে ত্বকে অ্যাক্ট্রাকটিভ গ্লোয়িং লুক আসে। দেখে নিন কোন কোন প্রোডাক্ট বিয়ের কনেদের জন্য সবচেয়ে জরুরি।
অ্যাডভান্সড অ্যান্টিরিংকল রেটিনল ফেস ক্রিম
ত্বকের অযত্নে যে-কোনও বয়সেই মুখে রিংকল্স এসে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত রোদে ঘোরার ফলেও হতে পারে এই সমস্যা। তাই স্কিন যাতে সবসময় সুইট সিক্সটিন মনে হয় তার জন্য সঠিক প্রোডাক্টই ব্যবহার করুন। ভুল প্রসাধনীর কারণে, হরমোনের ভারসাম্যে গণ্ডগোল হলে খুব দ্রুত স্কিন এজিং শুরু হতে পারে।
এই পরিস্থিতিতে নিউ এজ কসমেটিক প্রোডাক্টস-এর মধ্যে রয়েছে অ্যাডভান্সড অ্যান্টি রিংকল্স রেটিনল ফেস ক্রিম, যা ন্যাচারাল এবং ক্লিনিকালি টেস্টেড হওয়ার ফলে অত্যন্ত কার্যকরী। এটা মুখের মাসল্স রিল্যাক্স করতেও সাহায্য করে।
এর ভিটামিন সি-এর গুণ কোলাজেন তৈরি করতে সক্ষম। দীর্ঘদিন পর্যন্ত আপনার ত্বকের নীচের কোশগুলিকে সুস্থ সবল রাখবে। মুখে সহজে রিংকল্স আসবে না। ভিটামিন সি-যুক্ত ফেশিয়াল ময়েশ্চারাইজার, ত্বকের ভিটামিন লেভেল-এ ভারসাম্য রাখতে সহায়তা করে। এই ক্রিম আপনার মুখের ত্বক নরম করার পাশাপাশি, মেক-আপ করার পর গ্লো আনতেও সাহায্য করবে। এটি যে-কোনও স্কিনের জন্য ও যে- কোনও এজ গ্রুপের জন্যই উপযুক্ত।