নানা রকম প্রাকৃতিক উপাদান দিয়ে প্রসাধন সামগ্রী তৈরি হয়। তার মধ্যে অনেকগুলোই আমরা সরাসরি ত্বকের যত্নে ব্যবহার করে থাকি। যেমন হলুদ, বেসন, মধু ইত্যাদি।এবার সৌন্দর্যের দুনিয়ায় হল এক নয়া সংযোজন৷

এতদিন আমরা বিশেষ বিশেষ খাবারে স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্যে চারকোলের ব্যবহার করে এসেছি। এখন রূপচর্চায় এর ব্যবহার বাড়ছে। দোকানের শেল্ফ-এ এসে গেছে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে তৈরি বিভিন্ন কোম্পানির ফেসওয়াশ, মাস্ক, সাবান, শ্যাম্পু, ক্লিনজার, অয়েল-বাম আরও অনেক প্রোডাক্ট। অ্যাক্টিভেটেড চারকোল পাউডার প্যাকেট বন্দি করে ঢালাও বিক্রি হচ্ছে।

কী ভাবে তৈরি হয় এই অ্যাক্টিভেটেড চারকোল

কাঠকে ৮০০ থেকে ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনে জ্বালানো হয় ও সেই সময় অক্সিজেনের মাত্রা খুব কম রাখা হয়। এর ফলে মিথেন, হাইড্রোজেন, টার সব বেরিয়ে গিয়ে হালকা যে পদার্থটি পড়ে থাকে সেটাই চারকোল। এটাকেই যখন অনেক বেশি তাপমাত্রায় স্টিম করা হয়। তখন সেটা অ্যাক্টিভেটেড চারকোলে পরিণত হয়। চারকোলের গায়ে ছোটো ছোটো ছিদ্র উৎপন্ন হয়। ত্বক, চুল ও দাঁতের যত্নে এটাকে ব্যবহার করা হয়। ঘরে বসে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে বানিয়ে নিতে পারেন এই প্রোডাক্টগুলি—

) ফেস স্ক্রাব একটি প্লাস্টিকের পাত্রে ২ চা চামচ জোজোবা অয়েল-এর সঙ্গে সামান্য অ্যাক্টিভেটেড চারকোল পাউডার মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন।

) ফেস প্যাক একটা প্লাস্টিকের বোলে ১ চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল পাউডারের সঙ্গে ৩ চা চামচ অ্যালোভেরা জেল এবং ২-৩ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

) পিল অফ মাস্ক প্লাস্টিকের পাত্রে ২ চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল পাউডারের সঙ্গে বেশ খানিকটা ফেভিকল ও সামান্য জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। পরিষ্কার ও শুকনো মুখে পেস্টটি ভালো করে চারিয়ে দিন চোখ, মুখ, ভুরু বাঁচিয়ে। সম্পূর্ণ শুকিয়ে গেলে পিল করে নিন। যেখানে থেকে ভিজে তোয়ালে দিয়ে আস্তে করে মুছে মুখ পরিষ্কার করে নিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...