আড়াই বছর আগেই নাকি ছবির শুটিং হওয়ার কথা ছিল। প্রথমে অন্য নানা সমস্যার জটে এবং পরে অতিমারির জন্য পিছিয়ে গিয়েছিল শুটিং। শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নির্দেশক অরিন্দম শীলের থ্রিলার ছবি ‘খেলা যখন’।
ছোটোপর্দার এক সময়ে খুবই জনপ্রিয় হয়েছিল মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীর রসায়ন। ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত ‘গানের ওপারে’ সিরিয়ালটিতে, বাঙালি দর্শককে মোহাবিষ্ট করে রেখেছিল এই জুটি৷ তবে বড়োপর্দায় এটা মোটেই মিমি আর অর্জুনের প্রথম কাজ নয়। এর আগেও তাঁদের একত্রে দেখা গিয়েছে। 'বাপি বাড়ি যা' ছবিটিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। এছাড়া বিরসা দাশগুপ্তর ‘ক্রিসক্রস’ ছবির একটি অংশে মিমির বিপরীতে অর্জুনকে দেখা গিয়েছিল। তবে এবার বড়ো পর্দায় একেবারে অন্য স্বাদ আর থ্রিলারের মেজাজে দর্শকমন জিততে প্রস্তুত এই যুগল৷
পরিচালক অরিন্দম শীলের মতে ‘খেলা যখন’ ছবিটি একটি আদ্যোপান্ত অ্যাকশন থ্রিলার ছবি।এই ছবিটি তাঁর অন্যতম স্বপ্নের প্রজেক্ট।ছবিটির প্রযোজনা করেছে এসভিএফ, ক্যামেলিয়া প্রোডাকশনস ও রাজপ্রতিম ভেঞ্চার্স।
এর আগে নানা থ্রিলারে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন অরিন্দম শীল, এবারেও তাই 'খেলা যখন' নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক।গল্পের শুরু হচ্ছে একটি দুর্ঘটনা দিয়ে। আর সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এই ছবির অন্যতম মূল চরিত্র মিমি চক্রবর্তী। কিন্তু যখন এই দুর্ঘটনার উৎস অনুসন্ধান পর্ব শুরু হয়, তখনই সেখানে নানা চমক লুকিয়ে থাকে।অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই মিমি আসল সত্যটা অবিষ্কার করতে পারেন৷ কী সেই সত্য? জানতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে৷
ছবির পোস্টারে দেখা গেছে পিস্তল হাতে টার্গেট-কে তাগ করছেন অর্জুন।এক অদ্ভুত বিপন্নতা মিমির চোখে মুখে৷ যেন কাটিয়ে উঠতে চাইছেন তাঁর অস্তিত্বের সংকট৷ ছবিতে মিমি অভিনীত চরিত্রের নাম ঊর্মি। ছবির গল্পও দ্রুত গতিতে এগোয়, পরতে পরতে সত্য উন্মোচন করে চিত্রনাট্য। পোস্টারে মিমি-অর্জুন ছাড়াও দেখা যাচ্ছে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। Khela Jawkhon ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা বরুণ চন্দকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন অলকানন্দা রায় অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ।