রোগীর নিরাপত্তা উন্নত করতে এবং রোগীকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে, কলকাতা-য় শুরু হয়েছে দেশীয় প্রযুক্তির ব্যবহার করে রোগীর সুচিকিৎসা।  এই চিকিৎসা পরিষেবা-র পোশাকি নাম--‘এনহ্যান্সড পেশেন্ট কেয়ার প্রোগ্রাম’। কলকাতার চার্নক হাসপাতালের ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ডোজি-র চিকিৎসা উপকরণের সাহায্যে, সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে এই পদ্ধতি বলে দাবী করা হয়েছে।

‘এনহ্যান্সড পেশেন্ট কেয়ার প্রোগ্রাম' চালু করার কথা ঘোষণা করেছে কলকাতা-র চার্নক হাসপাতাল। নন-আইসিইউ ওয়ার্ডের বেড-এ থাকবে ডোজি-র অত্যাধুনিক এআই-চালিত রিমোট পেশেন্ট মনিটরিং এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (ইডব্লিউএস) দ্বারা যোগাযোগহীন এবং অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবস্থা।

হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা দূর থেকে রোগীদের গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন হৃদস্পন্দনের মাত্রা, শ্বাস-প্রশ্বাসের হার, রক্তচাপ, তাপমাত্রা এবং ইসিজি পর্যবেক্ষণ করতে পারবেন এবার ডোজি-র আর্লি ওয়ার্নিং সিস্টেম (ইডব্লিউএস)-এর সাহায্য নিয়ে। এমার্জেন্সি প্যারামিটারের প্রবণতা ট্র্যাক করে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীরা রোগীর সম্ভাব্য ক্লিনিকাল অবনতি শনাক্ত করে, সময়মতো চিকিৎসা শুরু করার সুযোগ করে দেবেন এই সিস্টম-এ। কন্ট্যাক্টলেস ভাইটাল মনিটরিং-এর জন্য ডোজি এআই-ভিত্তিক ব্যালিস্টো-কার্ডিওগ্রাফি (বিসিজি) ব্যবহার করে। এই প্রযুক্তি রোগীর নিরাপত্তা, ক্লিনিকাল রেজাল্ট এবং শল্য চিকিৎসাকে  উল্লেখযোগ্য ভাবে সুফল দেয়।

ডোজি-র সিটিও এবং সহ-প্রতিষ্ঠাতা গৌরব পারচানি প্রসঙ্গত জানিয়েছেন, ‘রোগীর নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে উন্নত করা-ই আমাদের লক্ষ্য। এআই-চালিত সতর্কতা ব্যবস্থা (ইডব্লিউএস) ক্লিনিকাল অবনতির প্রাথমিক কারণ শনাক্তকরণে সহায়ক ভূমিকা পালন করে, সময়মতো চিকিৎসা শুরু করতে সাহায্য করে এবং জরুরী পরিস্থিতি প্রতিরোধ করতে সাহায্য করে। হাসপাতালের কার্যক্রমে ডোজি-র স্বতন্ত্র মনিটরিং সিস্টেমের সফল সংযোজন, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। এই প্রচেষ্টা স্বাস্থ্যসেবার মান রক্ষা করে এবং হাসপাতালের চিকিৎসাকর্মী ও রোগীর মধ্যে সুন্দর যোগাযোগ করিয়ে দেয়।’

কলকাতার চার্নক হসপিটালের চিফ অফ মেডিক্যাল সার্ভিসেস ডা. সুমন ঘোষ জানিয়েছেন, ‘সবার আগে আমাদের ফোকাস হল রোগীর নিরাপত্তা এবং সহানুভূতিশীল যত্ন প্রদান৷ উন্নত প্রযুক্তি এবং এআই-চালিত বেড-এ 'এনহ্যান্সড পেশেন্ট কেয়ার' প্রোগ্রামের মাধ্যমে, রোগীর নিরাপত্তাকে উন্নত করা এখন সম্ভব। আমাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা রোগীর অত্যাবশ্যক বিষয়গুলি বাস্তবে নিরীক্ষণ করে, রোগীর দ্রুত কোনও শারীরিক ক্লিনিকাল অবনতি শনাক্ত করতে এবং কোড ব্লুজ কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...