আমাদের দেশে শুষ্কতার মিশেলে তৈরি হয় অসহ্যকর পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে চোখ আক্রান্ত হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস-এ। কিন্তু কীভাবে বুঝবেন আপনি এই অসুখে আক্রান্ত হয়েছেন? কিংবা, সঠিক সময়ে চিকিৎসা করালে আপনি কী উপকার পাবেন, সেই বিষয়ে সম্প্রতি আলোকপাত করেছেন ডা. জয়িতা দাস।

Allergic Conjunctivitis কী?

অ্যালার্জির কারণে যখন চোখের সাদা অংশে একপ্রকার পাতলা আস্তরণ পড়ে চোখ চুলকোতে থাকে এবং লাল হয়ে ওঠে, সেই অবস্থাটিকে বলা হয় চোখের অ্যালার্জিক কনজাংটিভাইটিস।

চোখের Allergic Conjunctivitis কখন এবং কেন হয়?

চোখের এই অসুখ, অর্থাৎ, অ্যালার্জিক কনজাংটিভাইটিস সারাবছর ধরে অনেকেরই হতে থাকে। তবে, গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ বাড়ে। আর এই অসুখে বেশি আক্রান্ত হয় শিশুরা। কারণ, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আসলে, গ্রীষ্মকালে ক্রমবর্ধমান তাপমাত্রা, ধুলো-ধোঁয়াযুক্ত দূষিত বায়ু, কিছু ফুলের ক্ষতিকারক রেণু, পশুর লোম, পশু-পাখির মলমূত্র প্রভৃতি যখন চোখের সংস্পর্শে আসে, তখন অনেকের চোখ আক্রান্ত হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস-এ। এই সময় আইবল এবং সাদা অংশের উপর একপ্রকার আস্তরণ পড়ে যায় এবং চোখ তা সহ্য করতে পারে না, তাই লাল হয়ে যায় এবং চুলকোতে থাকে।

অ্যালার্জিক কনজাংটিভাইটিস-এর কোনও ধরন আছে কি?

মূলত দু’রকম অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়। একটি হল অ্যাকিউট অ্যালার্জিক কনজাংটিভাইটিস এবং অন্যটি হল ক্রনিক অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যাকিউট-এ ভোগায় কম অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এটি সেরে যায়। এই ক্ষেত্রে চোখের পাতা (আইলিড্‌স) হঠাৎ ঘেমে ওঠে, চুলকোয় এবং জ্বালা করে। আর ক্রনিক-এর ধরন হল, সারা বছর ধরে মাঝেমধ্যে এই সমস্যা হতে থাকে। এই অ্যালার্জি সাধারণত কোনও খাবার থেকে হতে পারে, ধোঁয়া, ধুলো কিংবা দূষণযুক্ত বায়ু থেকে হতে পারে এবং পশুর লোম, লালা (স্যালাইভা) প্রভৃতি থেকেও হতে পারে। আর এই ক্ষেত্রে চোখে জ্বালা-যন্ত্রণা হওয়া ছাড়াও, আলো সহ্য করতে অসুবিধে হবে।

অ্যালার্জিক কনজাংটিভাইটিস কখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে?

অ্যালার্জিক কনজাংটিভাইটিস-এ আক্রান্ত হওয়ার পরও যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় এবং সেই অবস্থায় যদি ধুলো-ধোঁয়াযুক্ত দূষিত পরিবেশে বসবাস করেন, তাহলে চোখের বড়োরকম ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...