বর্তমানে মানুষের জীবনযাত্রায় একটা বিরাট পরিবর্তন এসেছে। প্রত্যেকেই কমবেশি নানারকম সমস্যায় জর্জরিত। তাই বাড়ছে ডিপ্রেশন। তাছাড়া, আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ঢুকে পড়েছে হটডগ, চাউমিন ইত্যাদি ফাস্ট ফুড। এরসঙ্গে যোগ হয়েছে টিভি, কম্পিউটারের মতো যন্ত্রের প্রভাব। অনেকেই, বিশেষ করে শিশুরা, দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে টিভি দেখে, কম্পিউটারে গেম খেলে ও ফাস্ট ফুড খেয়ে। ফলে, বাচ্চা থেকে বুড়ো সবাইকেই ডায়াবেটিসের সমস্যা সহ্য করতে হচ্ছে। তবে কলকাতা, দিল্লি, মুম্বাই, লখনউ প্রভৃতি শহরের চেয়ে গ্রামীণ এলাকায় এই অসুখের প্রভাব কম।

বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই এই অসুখের শিকার হওয়া মানুষের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৬ কোটির বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকলে এটা ঘটা স্বাভাবিক।

ভারতীয় খাদ্যাভ্যাসে, যে-খাবারই হোক, সবেতেই কিছু না কিছু খাদ্যগুণ থাকে, যাতে শরীরের পুষ্টি মেলে। পশ্চিমবঙ্গে প্রাত্যহিকভাবে করলা, নিমপাতা থেকে শুরু করে নানান ধরনের শাক অর্থাৎ পাতাযুক্ত তরিতরকারি খাদ্যতালিকায় থাকে। কিন্তু আজকাল এখানেও ফাস্ট ফুড অর্থাৎ বাড়ির বাইরের খাদ্য গ্রহণ করার প্রচলন খুব বেড়ে গেছে। চিকিৎসকরা তাই শিশুদের মধ্যে ডায়াবেটিস রোগ নিয়ে খুবই চিন্তিত।

মানসিক চাপ

মা-বাবার মাধ্যমে শুরু হওয়া র‍্যাটরেস, বাচ্চাদের ক্ষতি করে চলেছে। তাদের উপর পড়াশোনার চাপ এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যে, তাদের শৈশব নষ্ট হয়ে গেছে। বইখাতা যেন তাদের জীবনে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের মতে, এই মানসিক চাপেই শিশুদের মধ্যে ডায়াবেটিস রোগ দেখা যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে শুধু কলকাতায় নয়, সব বড়ো শহরেই কংক্রিট-এর জঙ্গল বাড়ছে ও সবুজ কমছে। অনেক এলাকায় ফাঁকা মাঠময়দানের অভাব রয়েছে। ফুটবলের রাজধানী কলকাতাতেও, ছোটোদের দেখা যায় রাস্তা ও অলিগলিতে ক্রিকেট খেলতে। ছুটির দিনগুলোতে, বন্ধের দিনে এই ধরনের খেলা বেশি হয়। পার্কের সংখ্যা ক্রমশ কমছে। তাই শিশুদের খেলার জায়গা খুবই কম। এছাড়া টিভি, কম্পিউটার গেম্স ইত্যাদির জন্য তারা আরও অলস হয়ে গেছে। বডি মুভমেন্ট শিশুদের সুস্থতার একটি বড়ো কারণ। অথচ আজকাল তার সুযোগ কমে গেছে। এরফলেই বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...