গর্ভ-নিরোধক ছাড়া নিয়মিত যৌন মিলনের ১২ মাস পরেও যদি গর্ভধারণ না হয়, তাহলে সেই অবস্থাকে চিকিৎসকরা বন্ধ্যাত্ব সন্দেহ করেন। সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে পুরুষদের মধ্যে শুক্রাণুর স্বল্পতা এবং মহিলাদের ডিম্বস্ফোটনের সমস্যা। এই বিষয়ে বিশদে জানিয়েছেন কলকাতার টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল-এর কনসালট্যান্ট অবস্টেট্রিসিয়ান অ্যান্ড গাইনিকোলজিস্ট ডা. সুনীপা চট্টোপাধ্যায়।

বন্ধ্যাত্ব কী?

বন্ধ্যাত্ব হল যখন একজন পুরুষ বা মহিলা উভয় সঙ্গীর প্রজনন সিস্টেমের সমস্যা হয়, তখন গর্ভধারণ করতে পারে না। পুরুষ বা মহিলা প্রজনন সিস্টেমে বন্ধ্যাত্ব বিভিন্ন কারণে হতে পারে। তবে অনেক সময় বন্ধ্যাত্বের কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না।

বন্ধ্যাত্বের রকমফের

সাধারণত দু’রকম বন্ধ্যাত্ব হতে পারে। এক হচ্ছে পুরোপুরি বন্ধ্যাত্ব। এক্ষেত্রে গর্ভধারণ করতে সক্ষম হয় না নারী। সেকেন্ডারি বন্ধ্যাত্ব হল, যখন কেউ আগে গর্ভধারণ করেছে কিন্তু আর করতে পারছে না।

বন্ধ্যাত্বের কারণ

  • হরমোনজনিত ব্যাধি, শুক্রাণু চলাচলে বাধা প্রভৃতি— পুরুষের ক্ষেত্রে ৩০ শতাংশ।
  • PCOS এন্ডোমেট্রিওসিস, ব্লকড ফ্যালোপিয়ান টিউব ইত্যাদি— মহিলাদের মধ্যে ৩০ শতাংশ।
  • সম্মিলিত কারণ ১০ শতাংশ।
  • অপ্রত্যাশিত কারণ ২৫ শতাংশ।
  • অন্যান্য কারণ ৫ শতাংশ।

এছাড়া, পিটুইটারির টিউমার প্রভৃতির ফলে শুক্রাণু উৎপাদন কম হতে পারে। শুধু তাই নয়, রক্তে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলেও বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে।

পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সাধারণ কারণগুলি

বীর্য ও শুক্রাণুর সমস্যা: ডিম্বাণুকে নিষিক্ত করা শুক্রাণুর সংখ্যা ১৫ মিলিয়নের নীচে থাকা, শুক্রাণুর গতিশীলতা কম, বা শুক্রাণু যার অস্বাভাবিক আকার রয়েছে এবং ডিম্বাণুকে নিষিক্ত করতে অক্ষম এমন শুক্রাণু।

অতিরিক্ত উত্তপ্ত অণ্ডকোশ: কারণগুলির মধ্যে রয়েছে অণ্ডকোশ গরম হয়ে থাকা। অণ্ডকোশে ভেরিকোজ শিরা যদি অতিরিক্ত গরম হয়ে থাকে তাহলে সেই শুক্রাণু অকেজো হয়ে যায়। বেশি টাইট পোশাক পরা এবং অতিরিক্ত গরম পরিবেশে কাজ করার বিষয়টিও এর প্রধান কারণ হতে পারে।

বীর্যস্খলনজনিত ব্যাধি: সঠিক ভাবে বীর্যস্খলন না হওয়া।

হরমোনের ভারসাম্যহীনতা: হাইপোগোনাডিজম, টেস্টোস্টেরনের ঘাটতি প্রভৃতি।

জেনেটিক কারণ: একজন পুরুষের একটি X এবং Y ক্রোমোজোম থাকা উচিত। যদি একজন ব্যক্তির দুটি X ক্রোমোজোম এবং একটি Y ক্রোমোজোম থাকে, যেমন ক্লাইনফেল্টার সিন্ড্রোমের মতো, অণ্ডকোশগুলি অস্বাভাবিক ভাবে বিকশিত হবে এবং কম টেস্টোস্টেরন এবং কম শুক্রাণুর সংখ্যা হবে তখন, এমনকী শুক্রাণু না-ও থাকতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...