২০ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে প্রস্রাবের অসংযমতা ৩৬.৮% এবং ৭০ বছর বা তার বেশি বয়সি মহিলাদের মধ্যে ৮৩.২ শতাংশ। বিভিন্ন ইউরোলজিক্যাল সমস্যা যেমন প্রস্রাবের অসংযমতা, ফ্রিকোয়েন্সি, জ্বালাপোড়া, ভ্যাজাইনাল ফুলেজ, জ্বালা, রক্তপাতের সমস্যা, পেলভিক ব্যথা ইত্যাদি নিয়ে হাসপাতালে আসেন রোগীরা। তাদের মধ্যে ডায়াবেটিস, ব্লাড-প্রেসার, স্নায়বিক সমস্যা ইত্যাদি কোমরবিডিটিও থাকে। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান অ্যাপোলো হাসপাতালের(চেন্নাই)সিনিয়র কনসালট্যান্ট ইউরোগাইনোকোলজিস্ট ডা. আলপা খাখার। আর ওই সাংবাদিক সম্মেলনে ‘পেলভিক অর্গান প্রোল্যাপস’-এর বিষয়টি নিয়েও বিশদে আলোচনা করেন তিনি।

Pelvic organ prolapse
Dr. Alpa Khakhar

প্রসঙ্গত ডা. আলপা জানান, পেলভিক অর্গান প্রোল্যাপস (পিওপি) ঘটে, যখন পেলভিক ফ্লোরের টিস্যু এবং পেশীগুলি আর পেলভিক অঙ্গগুলিকে আয়ত্তে রাখে না। যার ফলে পেলভিক অঙ্গগুলি তাদের স্বাভাবিক অবস্থান থেকে ড্রপ (প্রোল্যাপস) হয়। পেলভিক অঙ্গগুলির মধ্যে রয়েছে যোনি, জরায়ু, মূত্রাশয়, মূত্রনালী এবং মলদ্বার। মূত্রাশয় হল পেলভিক অর্গান প্রোল্যাপসে সবচেয়ে বেশি প্রভাবিত অঙ্গ। পেলভিক ফ্লোরের সহায়ক পেশী এবং টিস্যু, প্রসব বা প্রসবের কারণে ছিঁড়ে যেতে পারে বা প্রসারিত হতে পারে বা বয়স বাড়লে দুর্বল হতে পারে।

POP-র অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে জেনেটিক প্রবণতা, সংযোগকারী টিস্যু ডিসঅর্ডার, স্থূলতা এবং ঘন ঘন কোষ্ঠকাঠিন্য। অনেক মহিলার কিছু ডিগ্রী পিওপি থাকে, যদিও সমস্ত মহিলার উপসর্গ থাকে না। যেসব মহিলার উপসর্গ রয়েছে তারা পেলভিক অস্বস্তি বা ব্যথা, চাপ এবং অন্যান্য উপসর্গ অনুভব করেন। POP সঠিকভাবে নির্ণয়ের জন্য মহিলাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ।

পিওপি মেরামতের সার্জারি, যোনি বা পেটের মাধ্যমে করা যেতে পারে সেলাই (সিউচার) ব্যবহার করে বা অস্ত্রোপচারের জাল যোগ করে। অস্ত্রোপচারের বিকল্পগুলির মধ্যে রয়েছে যোনির স্বাভাবিক অবস্থান পুনরুদ্ধার করা, যোনির চারপাশে টিস্যু মেরামত করা, জরায়ু (কলপোক্লিয়েসিস) অপসারণ করা বা যোনিপথ স্থায়ীভাবে বন্ধ করা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...