ফ্লোরাল প্রিন্টের জনপ্রিয়তা বহুদিন ধরেই চলে আসছে। কিন্তু সেভাবে ফ্যাশন নিয়ে আগে কেউ মাথা ঘামাত না। উচ্চবিত্তদের মধ্যেই পুরো ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। কিন্তু যুগ বদলেছে। সাধারণ মানুষও এখন কনশাস। সুতরাং ট্রেন্ড যতই বদলাক, সকলেই এখন বেশ আপডেটেড রাখেন নিজেকে।
ফ্যাশনের কথা বলতে গেলেই আমাদের প্রথমেই ভাবতে হবে গরমের দেশ হিসেবে কী ধরনের পোশাক-আশাক আমাদের বেছে নেওয়া উচিত। চোখ ঝলসানো গ্রীষ্মের সকাল বা দুপুরে দেখতে স্নিগ্ধ লাগবে এবং কুল ফিলিংস-এর জন্য ফ্লোরাল প্রিন্টের তুলনা হয় না। গরমের জন্য একেবারে আদর্শ। তাই হয়তো ফ্লোরাল প্রিন্টের ফ্যাশন বারবার ফিরে আসে।
গরমের পোশাক বাছতে গেলে ফ্লোরাল প্রিন্টের পরিধান ওয়াড্রোবে অবশ্যই স্থান পাবে। গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে বিভিন্ন স্নিগ্ধ রঙে ঠাসা নানা ফুলের বাহারে সেজে ওঠার জন্য এই প্রিন্ট আদর্শ। নিমেষে যেন মনকে তরতাজা করে তোলে।
তবে ফ্লোরাল প্রিন্টস বাছার জন্য গাইডেন্স-এর প্রয়োজন হয়। এই প্রিন্টস-এর সঙ্গে মানানসই পোশাক না পরলে দেখতে বিসদৃশ লাগে। ফলে লুক-টাও আশানুরূপ হয় না। সুতরাং এই প্রসঙ্গে কিছু টিপস দেওয়া হল।
বাছুন বোল্ড এবং বিউটিফুল
সকলের ওয়ার্ডরোবেই একটি কিংবা একাধিক ফ্লোরাল প্রিন্টের পোশাক থাকতেই পারে। পরতে পরতে সেগুলি একঘেয়ে হয়ে উঠলে চিন্তা নেই, নিয়ে আসুন আকর্ষণীয় রঙের বড়ো প্রিন্টের পোশাক, সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করুন। ছোটো ছোটো প্রিন্ট এখন আউটডেটেড হয়ে উঠছে। বোল্ড প্রিন্টের পোশাকে নিজের আকর্ষণকে বাড়িয়ে নিন।
ফ্লোরাল জুতো ব্যবহার করুন
ফ্লোরাল জুতোর ফ্যাশন এখন, সুতরাং স্মার্ট মহিলাদের শু-ক্যাবিনেটে এই জুতো অবশ্যই রাখা উচিত। এই প্যাটার্ন যদি আপনার পছন্দের হয় তাহলে আপনি থ্রিডি ফ্লোরাল প্যাটার্ন-ও বাছতে পারেন। ফ্লোরাল জুতোর সঙ্গে ফ্লোরাল প্রিন্টেরই পোশাক পরুন– তাতে ভালো লাগবে দেখতে। এই ধরনের বোল্ড ফ্যাশনের যুগ চলছে এখন।
ফ্লোরাল ফর্মাল টি-শার্ট
স্টাইলিশ-লুকের জন্য ফ্লোরাল প্রিন্টেড টি-শার্ট-ও ভালো বিকল্প। ফ্লোরাল টি-শার্টের সঙ্গে সলিড কালারের ট্রাউজার দারুণ ম্যাচ করবে অথবা বাছতে পারেন পছন্দের ডেনিম।