আজকাল বেশির ভাগ মহিলারাই সংসারের খরচের অনেকটাই দায়িত্ব পালন করেন। ওয়ার্কিং উয়োম্যান হলে সেটাই স্বাভাবিক। কিন্তু নিজের কথাও ভাবাটা জরুরি। বিশেষ করে আপনি যখন একজন দায়িত্বশীল মা। তাই আপনার সুস্থ থাকা বিশেষ  প্রয়োজন। প্রথমেই আপনার আয়ের একটা অংশ নিজের স্বাস্থ্যখাতে বরাদ্দ করুন। বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আগামীদিনে, বিশেষ করে সামনের দু'বছর পরিস্থিতি খুবই কঠিন হতে চলেছে? এই পরিস্থিতিতে টিকে থাকতে গেলে আপনাকেও খরচপত্র কমাতে হবে, সেই সঙ্গে খুঁজে বের করতে হবে এমন ক্ষেত্র, যেখানে টাকা বিনিয়োগ করা আবশ্যক।

কীভাবে খরচে রাশ টানবেন ?

বাহুল্য একেবারে বাদ দিতে ববে জীবন থেকে। শুধু তটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন।খাওয়াদাওয়ায় বিলাসিতা চলবে না, বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে শিকেয় তুলে রাখুন। একান্ত প্রয়োজন না থাকলে জামাকাপড়ও কিনবেন না। কাটছাঁট করুন উপহারের বাজেটেও।সোশ্যালাইজিং অনেকটাই কমেছে করোনার কারণে।প্রয়োজনে শুধু ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ বজায় রাখুন। বাইরে থেকে হুটহাট খাবার আনানো বা অনলাইনে হুজুগে পড়ে কেনাকাটা করবেন না। অফিসের কাজে বাইরে গেলেও যথাসাধ্য কম খরচ করুন।

রূপচর্চার ক্ষেত্রেও বাজেট কমান।পার্লার নয়, ভরসা রাখুন প্রথাগত ঘরোয়া সমাধানে। সুস্থ থাকুন, ফল-সবজি খান বেশি করে। ব্যায়াম করুন। শরীর-মন সুস্থ থাকলে পরিস্থিতির সঙ্গে অনায়াসে লড়া যাবে। পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন।আর সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার একটা প্ল্যানিং ও অবশ্যই করে নিন কোনও পেশাদারের সাহায্যে।

একটা ব্যাপারে অধিকাংশ ফিন্যান্স প্ল্যানারই একমত হবেন যে, বর্তমানে সরকার যে যে খাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তার দায়ভারও সম্ভবত আগামীদিনে মধ্যবিত্ত চাকুরিজীবী শ্রেণির ঘাড়েই চাপতে চলেছে।

তাই খুব সাবধানে পা ফেলুন, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার বেশি খরচ করবেন না। আপনি যে-সংস্থাতেই চাকরি করুন, সেখানে যত ভালো মেডিক্লেম কভারেজ থাক না কেন, চাকরিতে ঢুকেই ব্যক্তিগত মেডিক্লেম করাটা একান্ত জরুরি। হঠাৎ কর্মহীন হলেও অসুবিধে হবে না। মনে রাখবেন, যত কম বয়সে মেডিক্লেম করবেন, তত বেশি সুবিধে পাবেন। সেই সঙ্গে নিয়মিত তা টপ আপ করাও জরুরি।ভারতীয়দের মধ্যে মেডিক্লেম বিষয়ে একটা উদাসীনতা কাজ করে, যেহেতু তার রিটার্নটা চোখে দেখা যায় না। দ্বিতীয় যে-সমস্যাটা হয়, তা হচ্ছে ক্লেম করার সময় কোম্পানিগুলি নানা সমস্যা তৈরি করে। নিয়মকানুনগুলো গ্রাহক হিসাবে আপনার জানা না থাকলে, অনেক সময়েই পুরো টাকাটা মেলে না।তাই বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...