আজকাল প্রায় সকলের বাড়িতেই টাইল্স এবং মার্বেলের মেঝে বা দেয়াল দেখতে পাওয়া যায়।  বিশেষ করে রান্নাঘর এবং বাথরুমে টাইল্স লাগানো থাকে এবং মেঝে হয় মার্বেলের। এগুলো পরিষ্কার করার জন্য দোকানে অ্যাসিড কিনতে পাওয়া যায় কিন্তু তাতে টাইল্স এবং মার্বেলে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ঘরোয়া উপকরণে এগুলি পরিষ্কার রাখার পদ্ধতি জেনে রাখা দরকার।

 

কী করবেন?

  • লেবু কেটে তার রস এক মগ জলে মিশিয়ে তাই দিয়ে টাইল্স ভালো করে মুছে নিন। সরাসরি টাইল্স-এ লেবু রগড়ে ১৫ মিনিট রেখেও দিতে পারেন। তারপর নরম মসৃণ ভিজে কাপড় দিয়ে টাইল্স ভালো করে মুছে নিন
  • চা, কফির দাগ লাগলে ভিনিগার ব্যবহার করুন। গরম জলে ভিনিগার মিশিয়ে টাইল্স একবার মুছে নিন। তারপর সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে টাইল্স
  • প্যারাফিন আর নুন-এ কাপড় ভিজিয়ে টাইল্স পরিষ্কার করলে ঝকঝক করবে
  • ব্লিচিং পাউডার রাতভর টাইল্স-এ লাগিয়ে রাখুন। সকালে পরিষ্কার করে নিন
  • এক বালতি জলে ১ কাপ অ্যামোনিয়া এবং সাবান মিশিয়ে নিন। সেই জল দিয়ে ফ্লোর টাইল্স পরিষ্কার করুন
  • আলু কেটে টাইল্স-এর উপর ঘষে দিন। ১৫ মিনিট পর গরম জলে কাপড় ভিজিয়ে মুছে নিন
  • সাদা টাইল্স-এর জন্য ৭৫ শতাংশ জলে ২৫ শতাংশ ব্লিচ বা অক্সিজেন ব্লিচ মিশিয়ে স্ক্রাবার বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

মার্বেল পরিষ্কার রাখার উপায়

  • মার্বেল পরিষ্কার করতে লেবু, ভিনিগার, লোহার তার-যুক্ত ব্রাশ ব্যবহার করবেন না। নরম কাপড় বা স্পঞ্জ ব্যবহার করুন
  • হালকা গরম জলে নরম কাপড় ভিজিয়ে মার্বেলের ফ্লোর পরিষ্কার করুন
  • ফ্লোর মোছার সময় বারবার জল বদলান
  • জলে বেকিং সোডা মিশিয়ে মেঝেতে গাঢ় পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা রেখে ভিজে কাপড় দিয়ে মুছে নিন। যে-কোনও দাগ উঠে যাবে
  • তেলের দাগ তুলতে, একটা গোটা দিন কর্ন স্টার্চ লাগিয়ে রাখুন মেঝেতে। পরে গরম জলে সাবান মিশিয়ে মুছে নিন
  • মার্বেল খুব বেশি নোংরা হলে হাইড্রোজেন প্যারাঅক্সাইড-এ কাপড় ভিজিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন। খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন
  • মার্বেলের ফ্লোরে তেল, দুধ, ঘি কিছু পড়ে গেলে, তৈলাক্ত ভাব দূর করতে শুকনো আটা ছড়িয়ে দিন, তারপর ঘষে তুলে ফেলুন

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...