বাড়িতে কিছু অতিথি এসেছিলেন। সঙ্গে তাঁদের ৬ বছরের একটি ছেলে। শীতকাল অথচ ছেলেটির জেদ, রোজ ওকে আইসক্রিম কিনে দিতেই হবে। দু-তিনদিন ওর মা-বাবা আইসক্রিম কিনে দিলেও, পরের দিন আমি ধৈর্য হারিয়ে বাচ্চাটিকে শাসন করলাম। আইসক্রিম সেদিন ও পাবে না। এতে বাচ্চাটি রেগে গিয়ে, টেবিলে খাবার সার্ভ করে রাখা কাচের প্লেট তুলে মাটিতে ফেলে ভেঙে দিল।

এতে প্লেট-টাও ভাঙল আর খাবারও চারদিকে ছড়িয়ে পড়ল। রাগে আমার মুখ দিয়ে কোনও কথা বেরোল না। মনে মনে জানতাম, বাচ্চাটি যদি আমার সন্তান হতো, অবশ্যই আমার হাতে ও এখন মার খেত। অতিথি, তাই কিছু বলার উপায় নেই। সবথেকে আশ্চর্যের ব্যাপার, বাচ্চাটির মা, ছেলের ব্যবহারকে শৈশবের দুষ্টুমি বলে হাসতে শুরু করলেন!

আমি বলতে বাধ্য হলাম, বাচ্চাকে এতটা স্বাধীনতা দেওয়া যুক্তিসঙ্গত নয়। তাতে বাচ্চার মা উলটে বললেন, একটা প্লেট-ই তো ভেঙেছে! আমরা চাইলে আমার স্বামী একডজন প্লেট কিনে এনে দেবেন। একটি মাত্র সন্তান, ওর জন্যই তো তার বাবা রোজগার করছেন।

বুঝতে পারলাম আসলে বাচ্চাটির নয়, মা-বাবাই তার জেদি Stubbornness ব্যবহারের জন্য দাযী। আমাদের সমাজে এমন অনেক অভিভাবকেরা আছেন, যাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে নিজের সন্তান। যার ফলে তাদের কোনও দোষই মা-বাবার চোখে ধরা পড়ে না। বরং বাচ্চার হয়ে প্রিয়জনদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তেও তারা দ্বিধাবোধ করেন না।

বাচ্চাও এইক্ষেত্রে অনুচিত চাহিদা পূর্ণ হতে দেখে, ভিতরে ভিতরে স্বেচ্ছাচারী হতে আরম্ভ করে। যার পরিণতি দাঁড়ায় বাচ্চার মধ্যে রাগ, জেদ ইত্যাদি বাড়তে থাকা। বাচ্চার স্বভাব নষ্ট হয়ে যাওয়ার পিছনে প্রধান ভমিকা মা-বাবার। বাচ্চাকে মানুষ করার পিছনে মা-বাবার অসফলতার উদাহরণ এক এক পরিবারের এক একরকম হয়ে থাকে।

খেয়াল রাখা জরুরি

যে-বাচ্চারা ছোটো থেকেই জেদি হয়ে ওঠে, তারা ভবিষ্যতেও নিজেদের ব্যবহার বদলাতে পারে না। কোনওরকম শাসন ছাড়াই, তাদের অন্যায় আবদার মিটিয়ে অভিভাবকেরা সন্তানদের মানুষ করেন। কিন্তু সমাজে এরা যখন নিজেদের পরিচিতি প্রতিষ্ঠা করতে চায়, তখন সমাজে এদের জায়গা হয় না। এইসব বাচ্চারা বড়ো হয়ে রাগি, অসহিষ্ণু, বিবাদের মানসিকতা নিয়ে বড়ো হয়। সুতরাং মা-বাবা যদি সন্তানের ভবিষ্যতের চিন্তা সময় থাকতেই করেন, স্বভাব সংশোধন করতে চান, তাহলে শৈশব থেকেই সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে। যাতে করে ভবিষ্যতে বাচ্চা জেদি স্বভাবের না হয়ে ওঠে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...