বিয়ে জীবনের একটি স্পেশাল অকেশন। যত দিন যাচ্ছে, ফ্যাশন এবং স্টাইল নিয়ে যত বেশি মানুষ সচেতন হচ্ছেন-- তত দ্রুত বদলে যাচ্ছে বিয়ের সাজসজ্জা। মেক-আপে শুধু নয় পোশাকেও একটা নান্দনিকতার প্রয়োজন হয় বিয়ের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে।

এখন গ্লোবাল ফ্যাশনের যুগ। তাই নিজেকে সুন্দর করে তুলে ধরতে বর-কনে দুজনেই সমান ভাবে আগ্রহী। তাই শুরুতেই একটু ছেলেদের সাজগোজ বিষয়ে দু-চার কথা বলে নেওয়া প্রয়োজন। বিয়ের পোশাক হিসেবে ছেলেরা নির্দ্বিধায় বেছে নিয়েছেন ধুতি, শেরওয়ানি এবং বন্ধগলা। এটা এমনকী আজকাল বিদেশিদেরও সমান ভাবে আকৃষ্ট করে। অনেকেই ভারতীয় ফ্যাশনকে আপন করে নিয়েছেন বিয়ের পার্টিতে। ফলে ছেলেদের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না, এই ধারণা এখন সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত।রইল Tips on Wedding day attire৷ জেনে নিন Fashion tips for Brides and Grooms.

বরের সেরা সাজ

যে-কোনও পোশাকের সঙ্গেই এখন মানুষের পরীক্ষানিরীক্ষা বা মিক্স অ্যান্ড ম্যাচ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চেনা পোশাকের ডিজাইন বদলে, ছাঁটকাট বদলে- তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন কিছু। থাকছে বিশেষ কোনও কালার বা কাট টিম-আপ করার স্বাধীনতা। সেই কারণেই কালার্ড ধুতিকে পেছনে ফেলে, আফগানি প্যান্ট বা ধোতি সালোয়ার হয়ে উঠেছে বরের পোশাক।

ফ্যাব্রিক রং

এবার আসি ফ্যাব্রিক-এর কথায়। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী সুতি, খাদি, লিনেন, সিল্ক কখনও পুরোনো হবার নয়। বিয়েতে আর্দি কালারের পরিবর্তে ব্রাইট কালারই বাছুন। শেরওয়ানি পরা যদি মনস্থ করেন তবে, সেটা কনের শাড়ির বা লেহেঙ্গার রঙের সঙ্গে রং মিলিয়ে কিনুন। ভালো কাপড় কিনে দর্জি নিয়ে বানিয়ে নিতে পারেন। অফ হোয়াইট, মেরুন বা সোনালি রঙের শেরওয়ানিই বেশি পরেন ছেলেরা। কিন্তু আপনি প্রথা ভেঙে রাস্ট কালার, ক্রিমসন বা নীল ট্রাই করতেই পারেন। আবার কনের লাল বেনারসির সঙ্গে কনট্রাস্ট রেখে অফ হোয়াইট বা গোল্ডেনও পরতে পারেন।

পাঞ্জাবি

বিয়েতে শর্ট পাঞ্জাবি মোটেই ভালো দেখায় না। তাই গর্জিয়াস এবং সুন্দর কাজ করা বড়ো ঝুলের পাঞ্জাবি কিনুন, সিল্ক, ভেলভেট বা সাটিন, যে-কোনও মেটিরিয়ালেরই হতে পারে এটা। পাঞ্জাবি পরলে অবশ্য পাজামাই ভালো লাগবে। সঙ্গে পায়ে পরুন নাগরা জুতো। তবে খুব ভারী কাজের নাগরা না পরাই ভালো, পায়ে ফোস্কা পড়তে পারে। ভালো হয় যদি ভেলভেটের নাগরা জুতো পরেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...