বাড়ির জিনিসপত্রের প্রতি যত্নশীল হলে ও মাঝেমাঝেই সেগুলি পরিষ্কার বা ঝাড়পোঁছ ইত্যাদি করলে, মেকানিক ডাকার প্রয়োজন অনেক কমে যায়। তাই নিজের ঘরের মেনটেনেন্স নিজেই করুন। এই প্রাত্যহিক রক্ষণাবেক্ষণের ফলে অনেক মোটা খরচের হাত থেকে বাঁচতে পারবেন।

নিজেই শিখে নিন

বাড়িতে ব্যবহৃৎ অনেক মেশিনের নাটবোল্ট লুজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই নাটবোল্ট টাইট করাটা শিখে নিন। এজাতীয় রিপেয়ারিং নিজেই করে নিতে পারবেন। সব বাড়ির দেওয়ালেই পেরেকের গর্ত থাকে। এগুলো সব অ্যাডহেসিভ দিয়ে ভরাট করে দিন। জানলার ফাটল ভরাট করতে পুডিং ব্যবহার করুন।

বৈদ্যুতিক জিনিসপত্র

বাড়ির নানা জায়গাতেই আলোর বাল্ব লাগানো থাকে। হঠাৎই কোনও বাল্ব কেটে যেতে পারে। সেটাও নিজেই পালটে নিন। মাঝেমাঝে বৈদ্যুতিক ওয়্যারিং চেক করুন। কোথাও যেন খোলা তার না থাকে। এতে শক লাগতে পারে ও স্পার্কিং হতে পারে। আগুন লাগাও অসম্ভব নয়। তাই এইরকম দেখলে, সঙ্গে সঙ্গে টেপ মেরে দিন। ওয়্যারিং ক্লিপ লুজ হয়ে গেছে দেখলে, তা টাইট করে দিন। এতে, তার ঝুলে থাকবে না ও ঘরের শোভা বর্ধনে অন্তরায় হবে না। লক্ষ্য রাখুন, ঘরে ইঁদুরের উৎপাত না হয়। ইঁদুর বৈদ্যুতিক তার কেটে দিতে পারে। ঘরের দামি জিনিসপত্রও নষ্ট করে।

নর্দমা পরিষ্কার করা

আমাদের নিজেদের দোষেই বাড়ির নর্দমায় ময়লা জমে। তারপর নর্দমা বুজে গেলে, নিকাশিকর্মীর ডাক পড়ে। এরকম হওয়ার আগে, স্বাস্থ্যকর পরিবেশরক্ষার জন্য মাঝেমাঝে নিজেই নর্দমা পরিষ্কার করুন।

ভাঙাচোরা সারানো

ঘরের কোনও জিনিস, ফার্নিচার বা দরজাজানলার কোনা ভেঙে গেলে, সিমেন্টিং-ক্লে জাতীয় কিছু কিনে নিজেই সেই অংশটুকু সারিয়ে ফেলুন। পরে বাড়িতে কখনও মিস্ত্রি লাগলে, স্থায়ীভাবে সেটা মেরামত করিয়ে নিতে পারবেন। তাৎক্ষণিকভাবে আপনাকে আর মিস্ত্রি ডাকতে হবে না।

লিকেজ থামানো

জল চুঁইয়ে বের হওয়ার সমস্যা খুবই সাধারণ। এটিকে গুরুত্ব না দিলে, একসময় এটি বৃহৎ আকার ধারণ করতে পারে। তাই কোনও পাইপ বা কলে যদি সামান্য লিকেজ দেখা দেয়, তবে নিজেই পুডিং দিয়ে তা বন্ধ করে দিন। বেশি পরিমাণে জল বের হলে অবশ্য কলের মিস্ত্রি ডাকতেই হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...