সময়ের সঙ্গে সঙ্গে মানুষের একাকিত্ব বাড়ছে।চোখে পড়ার মতো বাড়ছে শহরে সিংগলদের  সংখ্যা। বাড়িতে শুধু পোষ্য কুকুর নিয়ে থাকাটা এখন কোনও অস্বাভাবিক ঘটনা নয়। শুধু যে কুকুর ভালোবাসেন বলেই পোষেন অনেকে তা নয়। মানুষের প্রতি সততা ও সাহসিকতা দিয়ে প্রভুকে রক্ষা করতেও জুড়ি নেই এই প্রাণীর।তাই অনেকেই বাড়িতে পোষ্য হিসেবে কুকুরকে নিয়ে আসেন। কুকুর বিভিন্ন প্রজাতির হয়। তবে কুকুরকে পোষ্য হিসেবে রাখতে চাইলে বেশ কিছু নিয়ম মানতে হবে। নাহলে পোষ্য রাখার কোনও যুক্তি নেই।

কুকুর কিনতে গেলে প্রথমে কুকুর নিয়ে একটু পড়াশোনা করে নেওয়াটা খুব জরুরি। বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুর রয়েছে সেই কুকুরগুলো কোন আবহাওয়ায় থাকতে পারে, কী ধরনের খাবার খায়, তাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয় সেগুলো  জানা আবশ্যক। তারপর পছন্দসই কুকুরটিকে আপনি কিনে আনতে পারেন। তবে কিনে আনার দরকার নেই , তার থেকে দত্তক নেওয়া ভাল। দত্তক নেওয়া কুকুর অনেক বেশি প্রশিক্ষিত হয় এবং তাকে মানিয়ে নেওয়া সহজ হয়। তাই পোষ্যকে বাড়িতে আনবার আগে ভালো করে দেখে নিন কোন প্রজাতির কুকুর আপনার সঙ্গে মানিয়ে নিতে পারবে । আপনার লাইফস্টাইলের সঙ্গে সে কতটা মানিয়ে নিয়ে থাকতে পারবে।

যদি কুকুরকে পোষ্য হিসেবে পেতে চান তাহলে :

  • অবশ্যই কুকুরের খাবার দাবারের বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। তাকে কখনওই চকোলেট বা দুধ জাতীয় খাবার দেবেন না।এগুলো সে হজম করতে পারে না। এগুলো তার জন্য ক্ষতিকারক
  • কুকুরের নির্দিষ্ট একটা খাবারের নিয়ম রয়েছে। সকাল বিকেল যখন মন চাইল তাকে খাইয়ে দেবেন না । তার জন্য একটা নির্দিষ্ট ডায়েট চার্ট বানান। অভ্যস্ত করে তুলুন সেই ডায়েট চার্টে।
  • কুকুর কিনতে যাওয়ার আগেই ঠিক করে নিন তাকে রাখবেন কোথায়। সেটা আপনার নিজের শোবার ঘরে হতে পারে। আপনার বসার ঘরে হতে পারে , বারান্দায়ও হতে পারে। যেখানে আপনি সুবিধে মনে করবেন সেখানে তার নির্দিষ্ট একটি শোয়ারজায়গা যেনথাকে। প্রথম দিন থেকেই তাকে এমন প্রশিক্ষণ দিন যাতে সে তার জন্য নির্দিষ্ট জায়গায় ঘুমোতে যেতে পারে
  • তার চিকিৎসার ব্যবস্থা করে রাখুন।আগের থেকে একজন ভালো পশু চিকিৎসকের খোঁজ নিয়ে রাখুন। কেননা যে কোনও সময় আপনার পোষ্য অসুস্থ হতে পারে তখন তাকে যেন সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তা নিশ্চিত করুন। তবে খেয়াল রাখবেন প্রচুর ভুয়া চিকিৎসক রয়েছেন যাদের দেওয়া ভুল ওষুধে প্রিয় পোষ্যর জীবনহানি পর্যন্ত ঘটতে পারে
  • কুকুরকে নিয়মিত স্নান করান।বাথরুমে নিয়ে গিয়ে তাকে শ্যাম্পু করিয়ে সতেজ রাখুন
  • আপনার পোষ্য কিন্তু ঘুরতে যেতে চায়। ছুটির দিনে তাকে নিয়ে বাইরে বেরোন। পার্কে যান যদি সময় থাকে। প্রতিদিন কোনও এক সময়ে তাকে বাইরে বের করুন তাকে নিয়ে হাঁটতে যাওয়া খুব জরুরি। তবে কুকুর রোদ্দুর বেশিক্ষন সহ্য করতে পারেনা তাই রোদ্দুরে নিয়ে গেলে ফিরে এসে ঠান্ডায় রাখুন
  • আপনি ফ্ল্যাটের উঁচু তলায় থাকলে অবশ্যই ব্যালকনিতে গ্রিল লাগিয়ে রাখুন। না হলে যেকোনো সময় সে নিচে পড়ে যেতে পারে। একইভাবে বড় বাড়ি হলে বাউন্ডারি ওয়ালের গেটে তালা দিয়ে রাখুন।না হলে যেকোনো সময় বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে আপনার কুকুর।কুকুরের যত্ন নিন, কুকুর সুস্থ থাকবে । তাকে ভালোবাসুন, আপনার বাধ্য হবে । উপযুক্ত প্রশিক্ষণ দিন , আপনার কথা মেনে চলবে। নিঃসঙ্গ জীবনে কুকুরের চেয়ে ভালো বন্ধু আর হয় না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...