আমি ২১ বছরের যুবতি। সবে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সম্প্রতি আমি আর আমার সহপাঠী ঠিক করি সেক্স নিয়ে এক্সপেরিমেন্ট করব। সেইমতো মিলিত হই এবং দুজনেই ব্যাপারটা বেশ এনজয় করি। তারপর থেকে এটা রেগুলার চলতে থাকে। কিন্তু হঠাৎই মাসদুয়েক পর আমার সহপাঠীর মনে হয় আমরা যেটা করছি সেটা একেবারেই ঠিক নয়। বিশেষত বিয়ের আগে তো নয়ই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে বলেওছে আমার সাথে আর মিলিত হবে না। ওর সঙ্গে আমার প্রেম নেই, কিন্তু আমি এটা মানতে পারছি না, চাইছি আগের মতোই নিয়মিত মিলিত হতে। কিন্তু ও রাজি নয়। তাই ভাবছি, ওকে যদি এই বলে ব্ল্যাকমেল করা যায় যে, ও যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে ওর বাবা-মাকে বলব যে ও আমাকে ধর্ষণ করেছে, তাহলে কি ভয় পেয়ে ও আবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে রাজি হবে?
প্রথমেই বলি, জোর করে শারীরিক সম্পর্ক বজায় রাখার জন্য তুমি যে পথ বেছে নিয়েছ, সেটা একেবারেই ভুল। এর জন্য তোমাকে বড়ো ধরনের মাশুল গুনতে হতে পারে। তুমি যে-বয়সে এসে পৌঁছেছ তাতে সব কিছুর ভিতরেই হয়তো রোমাঞ্চ খোঁজার চেষ্টা করছ৷ কিন্তু মনে রেখো কিছু কিছু জিনিস আছে যার প্রভাব সুদূরপ্রসারী৷ একবার ভেবে দেখেছ, তুমি যে ঘটনাটা ঘটানোর কথা ভাবছ, সে বিষয়ে তোমার সহপাঠী তার বন্ধুবান্ধবদের কমপ্লেন করলে, তাদের কাছে তোমার রেপুটেশন-টা কেমন হবে? আর এসব কথা হাওয়ায় উড়তে থাকে। সমাজে তখন মুখ দেখাতে পারবে তো?
আরও একটি বিষয়ে তোমার সতর্ক থাকা উচিত৷ তোমাদের সম্পর্কে প্রেম নেই৷ এটা শুধুই একটা শারীরিক তাড়না৷ পরবর্তীকালে তুমি কাউকে বিয়ে করে সংসারী হতে গেলে, এই ছেলেটি যদি একই ভাবে প্রতিশোধ নিতে তোমায় ব্ল্যাকমেল করে?তখন সেই ঝড় সামলাতে পারবে তো?
সুতরাং তোমার বন্ধু যদি ভেবে থাকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকবে, তাহলে তার সিদ্ধান্তকে সম্মান করতে শেখো। হয়তো শারীরিক সম্পর্ক করার মতো অনেককেই তুমি পেয়ে যাবে, তবে এটা মাথায় রেখো, বিয়ের আগে এধরনের সম্পর্ক কখনও বাঞ্ছনীয় নয়। পারলে নিজেকে সংযত করো। পড়াশোনায় মন দাও। কেরিয়ার গড়ো। ভবিষ্যতে এসব তো থাকবেই।