সেক্স শুধু শারীরিক গতিবিধির উপর নির্ভর করে না, এর সঙ্গে মানসিক যোগও থাকে নিবিড় ভাবে। তাই, আর্থিক চিন্তা ইমোশন কমিয়ে দিয়ে সেক্স-লাইফ-এ বিঘ্ন ঘটায়। কারণ, চিন্তায় ডুবে থাকা মন সম্পূর্ণ শরীরকে সঙ্গ দেয় না। এর ফলে শরীরে উত্তেজনা আসে না ঠিক ভাবে। আর শরীরী আনন্দের এই ঘাটতি শুধু স্বামী-স্ত্রীর জীবনে কুপ্রভাব ফেলে না, এতে পারিবারিক জীবনেও স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। আর খারাপ যৌনজীবন স্বামী-স্ত্রীর সাধারণ শারীরিক কার্যক্ষমতাও হ্রাস করে।
অবশ্য শুধু আর্থিক চিন্তা-ই নয়, সবরকম মানসিক চাপের কুপ্রভাব পড়ে সম্ভোগক্রিয়ায়। কোনও বিষয়ে সঠিক মনোনিবেশ না করলে সেই কাজ যেমন ত্রুটিমুক্ত হয় না, এক্ষেত্রেও একই অবস্থা হয়। আর এ কথা সত্যি যে, অন্যান্য চাপের থেকে আর্থিক চাপ মনকে বেশি ভারাক্রান্ত করে।
আর্থিক ঘাটতির ফলে অনেককিছু থেকে বঞ্চিত হতে হয় পরিবারের সবাইকে। কোনও ভালো উপহার দেওয়া কিংবা বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব হয় না পর্যাপ্ত টাকার অভাবে। এর ফলে মনখারাপ থাকে এবং শরীরী মিলনের সময় মনে আনন্দের ঘাটতির কারণে মনোসংযোগে বিঘ্ন ঘটে। আর মনের যোগ ঠিক মতো না থাকলে পরিপূর্ণ আনন্দ পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। কোভিড পরিস্থিতিতে এই আর্থিক চিন্তা এবং সবরকম মানসিক চিন্তা কমবেশি গ্রাস করেছে সিংহভাগ মানুষকে। কেউ এখন কর্মহীন, কেউ কাজ করছেন কম বেতনে, কিছু মানুষ সময়ে বেতন পাচ্ছেন না এমন আরও নানারকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে মানুষ।
বিভিন্ন সংস্থা নানা অজুহাতে কর্মীদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে চলেছে এবং তারা চাইছে কর্মীরা যাতে চাকরি ছেড়ে চলে যায়। আর এই আর্থিক চাপ এতটাই মানসিক বিপর্যয়ে ফেলেছে যে, স্বামী-স্ত্রী স্বাভাবিক শরীরী সুখ থেকেও বঞ্চিত হচ্ছেন। এর ফলে সম্পর্কের স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে এবং মানসিক হতাশা গ্রাস করে চলেছে।
সামাজিক জীবনে পড়ছে কুপ্রভাব
আর্থিক দুরাবস্থার কারণে অনেকে শহর ছেড়ে গ্রামে বসবাস করছেন কিংবা বড়ো বাড়ি বিক্রি করে ছোটো বাড়ি কিনছেন কিংবা ভাড়াবাড়িতে থাকছেন। বড়ো স্কুল থেকে ছাড়িয়ে কম ফিজ-যুক্ত ছোটো স্কুলে সন্তানকে ভর্তি করতেও বাধ্য হচ্ছে অনেক অভিভাবক। আর এর ফলে সামাজিক মান এবং সম্মান বজায় রাখতে অসুবিধা হচ্ছে খুব স্বাভাবিক ভাবে। এই সংকটজনক পরিস্থিতিতে মানসিক ভাবে বেশি ভেঙে পড়ছেন বাড়ির মহিলারা। তাই সম্ভোগকালীন শরীর-মন ঠিক ভাবে সাড়া দিচ্ছে না তাদের। এক্ষেত্রে স্বামী স্বাভাবিক ছন্দ বজায় রাখতে চাইলেও, মুখ ফিরিয়ে নিচ্ছেন স্ত্রী।