সম্পর্ক টেকা না টেকার আসল কারণটা হচ্ছে বন্ডিং। মনোবিজ্ঞানীদের মতে, যে সমস্ত সম্পর্কে দুজনের ভালোলাগা খারাপ লাগা, পছন্দ অপছন্দ এক, তাদের সম্পর্ক বহুদিন টিকে থাকে। আর যে সম্পর্কের মধ্যে এটা নেই সেই সম্পর্ক তাসের ঘরের মতো হয়। একটু হাওয়া দিলেই ভেঙে যায়। কী ভাবে সঙ্গীর সঙ্গে সঠিক Bonding গড়ে তুলবেন, জেনে নিন।

শ্রদ্ধা

ভালোবাসার সম্পর্কে কেবল ভালোবাসা দেখানোটাই সবচাইতে বড়ো ব্যাপার নয়। ভালোবাসার পাশাপাশি আরেকটি বিষয়, যেটি খুব বড়ো স্থান জুড়ে থাকে একটি সম্পর্কে, সেটি হল শ্রদ্ধা। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। শুধু ভালোবাসার সম্পর্ক কেন, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এটা সত্যি। তবে অন্য সব সম্পর্কের ক্ষেত্রে এটি নিজে থেকে চলে এলেও, অনেকে ভালোবাসার মানুষটির ক্ষেত্রে এই শ্রদ্ধাবোধ দেখানোর কথা ভুলে যান। যেটি কিনা বেশ দূর্বল করে তোলে একটি সম্পর্ককে। তাই একে অন্যের সব সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গীর প্রতি Respect প্রকাশ করুন।

বিশ্বাস

সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হচ্ছে সেই নিরাপত্তা বলয় যেটা কিনা দুজন মানুষকে পৃথিবীর আর সব সমস্যা ও বিপদ থেকে নিরাপদ রাখে। আর এই বিশ্বাস যদি কখনও একটু হলেও হালকা হয়ে যায়, তাহলে আপনি যতটাই ভালোবাসুন না কেন- আপনার সঙ্গীকে এবং সম্পর্কের বন্ধনকে অটুট রাখতে পারবেন না। তাই একে অন্যকে Trust করুন আর কিছুটা সময় সঙ্গীকে নিজের মতন করে কাটাতে দিন।

গোপনীয়তার মর্যাদা দেওয়া

একটা সম্পর্কের মধ্যে থাকলে অনেক ব্যক্তিগত মুহূর্ত তৈরি হয়, যা পারস্পরিক প্রেম-কে গাঢ করে। সেই সব মুহূর্তের গোপনীয়তা দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। অনেকক্ষেত্রে দুজনেই দুজনের কাছে অনেক ব্যক্তিগত কথা শেয়ার করেন।এই শেয়ারিং-এর মধ্যে অন্যায়ও কিছু নেই। কিন্তু অন্যায়টা তখন হয়, যখন সেই সমস্ত কথা দুজনের বাইরে বেরিয়ে আসে।দুজনের একজন যদি সেই গোপনীয়তাকে হাটের মাঝে এনে ফেলে, অন্যজনের অপমানের রাস্তা প্রশস্ত করেন, তবে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ।পারস্পরিক Secrets –এর মর্যাদা রক্ষা করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...