কখনও ভেবে দেখেছেন কি, আগেকার দিনগুলিতে মানুষ এতো এককীত্বে ভুগতো না৷ছোটো থেকেই শিশুরা যুক্ত থাকত খেলাধুলোয়৷ কত রকম অ্যাক্টিভিটি এবং তার প্রত্যেকটিই শিশু-কিশোর বয়সের নির্মল আনন্দের জন্য৷ প্রফেশনের আরও একটি অপশন হিসেবে এক্সট্রা ওপেনিং করে রাখার জন্য, তখনকার দিনে মা বাবারা এটা ওটা এক্সট্রা কারিকুলার- এর কথা ভাবতেন না৷ বর্তমানে তাই চাপ থেকে মুখ ফেরাতে ফেরাতে শিশুরা হয়ে ওঠে পলায়ন প্রবৃত্ত৷ কঠোর বাস্তবের মুখোমুখি হতে ভয় পায়৷এটাকেই বোধহয় বলে New generation Crisis৷
বড্ড খেলো কম্পিটিশন-এর মুখে আমরা ওদের ছুড়ে দিয়েছি৷ ছোট্ট ঘর, পারিবারিক উষ্ণতা, প্রিয়জনদের ভালোবাসা, তার সঙ্গে কিনা গোটা জগতের তুলনা! তাইতো আমাদের সন্তানরা গোটা জগতটাকেই পকেটে পুরে ফেলেছে৷ যতক্ষণ বাড়িতে থাকছে মন পড়ে আছে বাইরেই৷ এসএমএস, ফেসবুক, ট্যুইটার, চ্যাটের মাধ্যমে তারা ভার্চু্য়াল জগতে অলীক আনন্দ ও শান্তিকে খুঁজে বেড়াচ্ছে৷
আর আমাদের প্রজন্ম যারা ওদের হাতে এই টেকনোলজি তুলে দিয়েছি তারা ওদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্৷ ওরা তাই যেন রাজার মতো জীবনযাপন করেও অতিবড়ো ভিখিরি হয়ে গেছে৷ ভালোবাসার কাঙাল৷ অচেনা মানুষের স্নেহপ্রার্থী৷ ভার্চু্য়ালিটি থেকে বিচ্ছিন্ন হলেই ইনসিকিওরড বোধ করে৷হতাশা থেকে বেছে নেয় Suicide –এর পথ৷
নাহ্! তবু আমরা নিজেদের দোষী বলতে নারাজ৷ বাইরের স্টিমুলাসগুলি এত আকর্ষণীয় যে আমার সন্তানকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে৷আর ওই ম্যাগনেটিক অ্যাট্রাকশনের সামান্য বিচ্যুতিতেই আমার সন্তানের ভবিষ্যতে নেমে আসছে কালো আঁধার৷সময় হয়েছে ভুল শুধরোবার৷
নতুন বছর মানেই নতুন একটা শুরু। এসে গেল ২০২২ । আনকোরা একটা বছর ঢুকতেই তাই প্রার্থনা আর প্রত্যাশা, দুই-ই জায়গা করে নিয়েছে মানুষের মনে। একটা নতুন শুরু কি করা যায় না ২০২২-এ? কিন্তু তার আগে কিছু ভুল শুধরে নেওয়া দরকার৷ রইল Relationship tips for new year৷ এগুলি আপনার এবং আপনার সন্তান, উভয়ের ক্ষেত্রেই জরুরি৷
তবে প্রথমেই বলে রাখা ভালো যে, সামান্য মন খারাপ এবং বিষণ্ণতাকে গুলিয়ে ফেলা উচিত নয়৷ কারণ দুটো এক নয়৷ মস্তিষ্কের বিভিন্ন নিউরোট্রান্সমিটারের তারতম্যের ফলস্বরূপ বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই আমরা বিষণ্ণতায় আক্রান্ত হতে পারি৷ এমনকী এই সব নিউরোট্রান্সমিটারের সামান্য রাসায়নিক ওলোটপালটের ফলে আপনার দুধের শিশুটিও হতে পারে বিষণ্ণ৷ যথাযথ চিকিত্সা, সামান্য ওষুধ, সহমর্মীতা, পরিবারের সাহচর্য তাকে করে তুলতে পারে মেইনস্ট্রিম৷ আটকানো যেতে পারে কোনও ভয়াবহ পরিণতি৷