আজকের সমাজে সমাজবিরোধীর সংখ্যা উত্তরোত্তর বাড়তে বাড়তে প্রায় মহামারীর রূপ নিতে চলেছে। অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ ছাড়াও যৌন হেনস্থার ব্যাপারটা প্রায়শই পথেঘাটে, খবরের কাগজে, টিভির পর্দায় চোখে পড়ছে। সম্প্রতি বর্ষবরণের সন্ধিক্ষণে বেঙ্গালুরুর মতো শহরে ঘটে যাওয়া ঘটনাবলী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজও মেয়েরা কোথাও নিরাপদ নয়। বাড়ির একান্ত নিরিবিলিতেই হোক অথবা রাস্তায় জনবহুল পরিবেশই হোক না কেন–যৌনতার শিকার হতে হচ্ছে সমানে মেয়েদের।

বাচ্চারাও বাদ যাচ্ছে না এই অসামাজিক কার্যকলাপ থেকে। চাইল্ড অ্যাবিউজ-এর সংখ্যা বাড়ছে। বাচ্চারা দেশের ভবিষ্যৎ অথচ অভিভাবকেরা আজ এতটাই ব্যস্ত নিজেদের জীবন নিয়ে যে, সন্তানদের জন্য প্রয়োজনীয় সময়টুকু পর্যন্ত তারা দিতে পারেন না। আজ চাইল্ড অ্যাবিউজ-এর এত ঘটনা চোখের সামনে আসছে, লোকে অনেক বেশি এখন সচেতন হচ্ছেন এবং দেখা যাচ্ছে এর বেশিরভাগ ঘটনাই ঘটছে পরিবারেরই কোনও সদস্যের দ্বারা অথবা বন্ধুবান্ধবদের দ্বারা।

সামাজিক প্রাণী হিসেবে মানুষ এখন এই নিয়ে অনেক বেশি সচেতন। আমাদের বাচ্চাদের যৌন হেনস্থার হাত থেকে বাঁচাতে, পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। এটা মাথায় রেখেই, বাচ্চাকে সুরক্ষা দিতে ১০টি উপায় এখানে জানানো হচ্ছে। যথাযথ কমিউনিকেশন এবং এই ১০টি সতর্কতার সাহায্য নিয়ে আপনি আপনার বাচ্চাকে যৌন শিকারের হাত থেকে বাঁচাতে পারবেন।

১) বাচ্চার সঙ্গে কথা বলুন

বাচ্চাকে নিয়মিত আপনার সঙ্গে সব কথা শেয়ার করার জন্য উৎসাহ দিন। সন্তান, ছেলেই হোক কিংবা মেয়ে তার দৈনন্দিন কার্যকলাপ আপনার সঙ্গে ফ্রিলি শেয়ার করার জন্য ওর যথাযথ বন্ধু হয়ে উঠুন। যে-কোনও বিষয় নিয়ে কথা বলতেই যেন তারা কমফর্টেবল বোধ করে। যদি আপনার বাচ্চা, অপরের কোনও অনৈতিক ক্রিয়াকলাপের কথা আপনাকে এসে বলে, আপনার উচিত বাচ্চাকে বকাঝকা না করে অপর ব্যক্তিটির ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া।

২) বাচ্চাদের, প্রাইভেট অর্গ্যান সম্পর্কে শিক্ষিত করে তুলুন

প্রথমে হয়তো কিছুটা অসুবিধা হবে, কিন্তু শিশুকে নিজের শরীরকে চিনতে শেখান। শিশুর জননেন্দ্রিয়র সঠিক নাম শিশুর জানা দরকার। এর ফলে শিশুর পক্ষে শরীরকে বোঝাও সুবিধে হবে। মনে কোনও প্রশ্ন উঠলে জানবেন বাচ্চার মনে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক এবং তার যথাযথ উত্তর দেওয়াটা অভিভাবকের কাজ। বাইরের লোকের কী ধরনের ব্যবহার যৌন হেনস্থা, সেটা বাচ্চাকে বুঝিয়ে বলা দরকার। শিশুকে বোঝানো উচিত যে তাদের শরীরের বিশেষ বিশেষ জায়গা যেন বাইরের লোক কখনও টাচ্ না করে। একমাত্র অভিভাবকদের সম্মতিতেই বাচ্চাদের পোশাক ছাড়ার সময় অথবা ডাক্তারের কাছে গেলে, বাইরের কেউ বাচ্চাদের স্পর্শ করতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...