জীবন থাকলে সমস্যাও থাকবে৷ আমরা প্রতিনিয়ত নানা ধরনের সমস্যায় জর্জরিত হই। হতে পারে সেটা সম্পর্কের টানাপোড়েন, হতে পারে প্রিয় কিছু হারানোর কষ্ট অথবা তার থেকেও গুরুতর কিছু। সবচেয়ে কষ্টের ব্যাপার হল, এই ব্যক্তিগত সমস্যাগুলোকে  নিয়েই আমাদেরকে কর্মজীবন ও সাংসারিক জীবন অতিক্রম করতে হয়৷

ব্যক্তিগত সমস্যা কর্মজীবনকে অনেকভাবেই প্রভাবিত করে। যখন আপনি কোনও বড়ো সমস্যায় পড়েন, বা চিন্তায় থাকেন- তখন কাজে অমনোযোগী হয়ে পড়া বা বেখেয়ালেই কোনো ভুল করে ফেলাটা অস্বাভাবিক নয়।আপনার দৈনিক কাজকর্মের পাশাপাশি এই ভাবনাও মস্তিষ্কে আবর্তিত হতে থাকে৷কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জটা৷ এই পর্যায়ে কর্মক্ষেত্রে আপনি কতটা নিজেকে প্রকাশ করছেন বা গোপন রাখছেন সেটা নির্ধারণ করা জরুরি৷কেউ কেউ অফিসের সহকর্মী বা বসের সঙ্গে খুব ভালো Relationship বজায় রাখেন৷ কিন্তু সব Office colleague যে সবসময় বিশ্বাসের দাম দেবেন, এমন না-ও হতে পারে৷ কর্মক্ষেত্র আর বাড়ির মধ্যে তফাত করতে শিখুন৷ Professional Life  আর Personal Life মিশিয়ে ফেলবেন না৷

বারবার ভেবে দেখুন৷অফিসে সকলেই কিন্তু বিশ্বাসভাজন হয় না৷ সুতরাং আপনার ব্যক্তিগত সমস্যাগুলো আপনার অফিসের বস বা ম্যানেজারের সঙ্গে শেয়ার করা কি আদৌ উচিত? কিংবা সহকর্মীদের সাথে? এই মানসিক পরিস্থিতিতে আপনার কাজের বোঝা একটু কমলে ভালো হয়৷ কিন্তু  ভেবে দেখুন, আপনার অফিসের সহকর্মী কি আপনার সঙ্গে সহযোগিতা করবেন সব জানার পর, নাকি পরিস্থিতির সুযোগ নিয়ে আপনাকে বিপদে ফেলবেন?

মনে করুন, আপনি অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে, আপনার ব্যক্তিগত সমস্যার ব্যাপারে বসের সাথে কথা বলবেন। কিন্তু এটা ভেবে দেখেছেন কী যে, আদপেই আপনার বস আপনাকে এই ব্যাপারে কোনও ধরনের সাহায্য করতে পারবেন কিনা? আপনার বস কী চাইলেই আপনার কাজের চাপ কমিয়ে দিতে পারেন বা সাময়িকভাবে আপনার কিছু কাজ অন্য কাউকে দিয়ে দিতে পারেন? সহযোগিতা পাবেন মনে করলে, বসকে আপনার অসুবিধার কথাগুলো বলতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...