আপনার সম্পর্কের মূলমন্ত্র কী? চিরদিন সুখী হয়ে একসঙ্গে বাঁচা নাকি ভাঙনের ভয়ে একে অপরের থেকে গা বাঁচিয়ে কোনও ভাবে সম্পর্ক বয়ে চলা?  জীবনে প্রেম-ভালোবাসা থাকবেই। ভালোবাসার সম্পর্ক নারী-পুরুষকে অনেক বেশি চাঙ্গা করে রাখে। বলা হয়, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার চেয়ে ভালো উপাদান আর নেই। কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে কোনো Relationship টিকিয়ে রাখা যায় না।

সম্পর্কের সাফল্য কীসে আর ব্যর্থতাই বা কীসে- সেটা বিচার করার উৎকৃষ্ট সময় বোধহয় তখনই, যখন আপনার মনে হতে শুরু করবে প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে কোথাও একটা ভাঙন ধরছে। এই ফাটলটা বড়ো হয়ে, সম্পূর্ণ বিচ্ছেদ হওয়া অবধি অপেক্ষা করবেন না। তার বদলে মেরামত করার চেষ্টা করুন। একটা বিশ্লেষণী মন নিয়ে ভাবুন ঠিক কোথায় ভুল হচ্ছে। ঠিক কোন জায়গাটায় গরমিল। নিচে দেওয়া হল কিছু Relationship Tips, যা আপনাকে সাহায্য করবে।

একে অন্যকে সমর্থন

পৃথিবীর আর সবার চাইতে আপনি আপনার সঙ্গীর কাছে আলাদা কেউ কেন ? কারণ এই যে,  সে বিশ্বাস করে যে সবকিছু লন্ডভন্ড হয়ে পৃথিবী অন্যদিকে চলে গেলেও আপনি তাকে ছেড়ে যাবেন না। তার পাশে থাকবেন। তাকে সমর্থন করবেন। আর এই বিশ্বাসটুকুই আপনাকে আপনার সঙ্গীর চোখে আলাদা করে তোলে। করে তোলে অনন্য। তাই সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে সঙ্গীর পাশে থাকুন সবসময়।

সঙ্গীকে বদলানোর চেষ্টা করবেন না

আপনি আপনার সঙ্গীকে যখন ভালোবেসেছিলেন তখন আর এখনে কি খুব তফাত? তাহলে হঠাৎ করে কেন আপনার মনে হচ্ছে যে সে বদলে গেলে ভালো হতো ? হতে পারে আপনার দৃষ্টিভঙ্গী বা আশা-আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। কিন্তু আপনার সঙ্গীর সেটা না-ও হতে পারে। তার সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করুন। সে যেমন আছে তেমনই তাকে প্রশংসা করুন। সে যদি পাল্টাতে না চায় তাহলে জোর করতে যাবেন না। সেটা হতে পারে পোশাক কিংবা আচরন। এটির ফলাফল কখনোই শুভ হয় না। বরং জটিলতর হয়ে দাঁড়াবে আপনার সুন্দর সম্পর্কটির পক্ষে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...