শৈশবই প্রকৃত সময় শিক্ষার বীজ savings বপণ করার, কারণ শিশুমন তখন উদগ্রীব থাকে নতুন শিক্ষা গ্রহণ করার জন্যে। সুতরাং তখন থেকেই তাকে আর্থিক বিষয়ে ধীরে ধীরে সচেতন করে তুলতে বাধা কোথায়? তাই বলে, টাকা-পয়সা অথবা জমা-পুঁজি নিয়ে গুরুগম্ভীর পাঠ পড়ানোর প্রয়োজন নেই এই বয়সে। যদি সঠিক পথে আপনি শিক্ষা দিতে পারেন তাহলে দেখবেন খেলাচ্ছলেই আপনার সন্তান যা-কিছু গ্রহণযোগ্য সব আয়ত্ত করে নিচ্ছে। জেনে নিন কয়েকটি উপায় যা আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারেন।

১)   সন্তানের সঙ্গে রোজকার কথাবার্তায় রোজগার, খরচ, টাকা জমাবার savings বিভিন্ন উপায় নিয়ে খুব হালকা এবং জানিয়ে রাখার মতো কিছু বেসিক আলোচনা করুন। সন্তান যত বড়ো হতে থাকবে শিক্ষার বিষয় এবং মান, সন্তানের বয়স অনুপাতে রাখার চেষ্টা করুন।

২)   সন্তানের সঙ্গে গল্পের ছলে আলোচনা করুন, বাচ্চার মা-বাবা হয়ে আপনাদের সংসার চালাবার জন্য কী কী দায়িত্ব নিতে হচ্ছে। খাবারদাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের জোগান দিতে গিয়ে অভিভাবক হিসেবে কত ধরনের কাজ করতে হচ্ছে। কীভাবে টাকার জোগাড় হচ্ছে এবং তার পেছনে কতটা পরিশ্রম রয়েছে ইত্যাদি। শৈশব থেকেই বাচ্চারা তাহলে শিখবে টাকার মূল্য কতটা।

৩)   অর্থের মূল্য কী, এটা বাচ্চারা একবার বুঝতে শিখলেই জমাবার অভ্যাস তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। তাদের একটা পিগি ব্যাংক উপহার দিতে পারেন এবং তাদের বলুন রোজ কম করে ওতে দুটো করে কয়েন ফেলতে।

৪)   বোঝার একটু বয়স হলেই সন্তানকে নিজের সঙ্গে ব্যাংক-এ নিয়ে যান এবং যেগুলো সহজ ব্যাংকিং পদ্ধতি সেগুলো বিশদে ওকে বুঝিয়ে বলুন। ব্যাংকিং টার্ম যেমন ‘সেভিংস অ্যাকাউন্ট’, ‘ফিক্সড্ ডিপোজিট’, ‘উইথড্রল’ এবং ‘ডিপোজিট’, এগুলির সঙ্গে বাচ্চাকে পরিচয় করান।

৫)   বাড়িতে বিভিন্ন পেমেন্ট যন্ত্রের সঙ্গে তাকে পরিচয় করান। চোখে দেখা জিনিস সহজে ভোলার নয়। তাই চোখের সামনে জিনিসগুলির ব্যবহারের নিয়ম দেখলে ওর মস্তিষ্কে সহজে জিনিসটা গেঁথে যাবে। কী করে চেক বুক, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হয় সন্তানকে দেখান এবং এগুলির কাজ ওদের কাছে ব্যাখ্যা করে বলুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...