করোনার টিকা বন্টন নিয়ে শুরু হয়েছে সমস্যা।বিপর্যের পর বিপর্যয়, লাগাতার মৃত্যুমিছিল৷ আপনজনকে হারিয়ে দিশাহারা মানুষ, টিকার জন্য হাহাকার করছে৷ আজ না হোক কাল টিকা পাওয়ার অর্থ অবশ্য এমন নয় যে, আমরা প্রাক্-করোনা জীবনশৈলীর স্বেচ্ছাচারিতায় ফেরত যাব। করোনা ভ্যাকসিন একশো চল্লিশ কোটি মানুষের হাতে পৌঁছোতে সময় লাগবে। এরপর আছে অসাধু ব্যবসাযীদের নানা কুকীর্তি। ফলে সাধারণ মানুষ নিজেকে সুরক্ষিত করতে এখনও ঢের দেরি।

কোভিড পরিস্থিতিতে সামাজিক চালচিত্রটা প্রায় খোলনলচে বদলে ফেলেছে। পার্টি, সাজগোজের দেখনদারি এসব তো কমে গিয়েছেই, কমে গিয়েছে লাক্সারি করার সুযোগ৷ এই একান্ত বাস, মানুষের জীবনচর্যা পালটাতে বাধ্য। গণপরিবহণ প্রায় অর্ধেক, রাস্তায় যানজট কমেছে, এয়ারপোর্ট, যা একসময় ভিড় সামলাতে হিমসিম খেত, এখন আর ততটা জনবহুল নয়। অকারণে রাস্তায়, ঘুরে বেড়ানো কমেছে।

আরও একবার কোভিড-এর দ্বিতীয় ঢেউ মানুষকে শিখিয়ে দিয়ে গেল জীবন আসলে কত তুচ্ছ৷যুগের পর যুগ ধরে বাতাসে বিষ ছড়িয়েছি আমরা। পরিবেশ দূষণ আরও বড়ো মহামারি হয়ে এখন আমাদের উপর প্রতিশোধ নিতে প্রস্তুত।

বেশির ভাগ দেশই কিন্তু মানতে প্রস্তুত নয় যে, পরিবেশ দূষণে তাদের একটা বড়ো ভূমিকা আছে। আমেরিকা তো এক্ষেত্রে সবচেয়ে বড়ো খলনায়কের ভমিকায় রয়েছে, যার জেরে গত বছর ডোনাল্ড ট্রাম্প পলিউশনের মূলে ভারত আর চিনকে দোষী সাব্যস্ত করতে উঠেপড়ে লেগেছিলেন।

ভারতের নান শহরে লকডাউন একটা উপকার করেছে৷মানুষজন রাস্তাঘাটে কম বেরোনোর ফলে ভারতের পরিবেশেও বেশ খানিকটা শুদ্ধিকরণ হচ্ছে। রাস্তায় কম জঞ্জাল জমছে। প্লাস্টিক প্যাকেটের ব্যবহার কমছে কারণ মানুষ অল্প জিনিসেই জীবন নির্বাহ করছে। আয় কমেছে তাই বিলাসিতা কমেছে। রেস্তোরাঁ বন্ধ, স্ট্রিট ফুড বন্ধ, ফলে বর্জ্য কম হচ্ছে। আর্থিক সঙ্কোচনের ফলে উৎসব বাড়িতে থেকেই উজ্জাপন করেছে মানুষ।

করোনার পরের পরিস্থিতিতেও এমন মিতব্যযিতা, সংযমের জীবনশৈলী চালিয়ে যেতে পারলে আখেরে লাভ আমাদেরই। স্ট্রেস দূর করার জন্য আপনজনদের বেশি করে পাশে পাবে মানুষ। দেখনদারির সামাজিকতা থেকে বিরত থাকলে, সঞ্চয়ও বাড়বে। বাহুল্যবর্জিত জীবনযাপন, বিলাসব্যসন ত্যাগ করলে আমাদের বাকি জীবনটা অল্পতে সন্তুষ্ট হয়ে দিব্যি কেটে যাবে। মহামারি মৃত্যু বয়ে এনেছে ঠিকই, আর্থিক পরিস্থিতি বেহাল করেছে ঠিকই, কিন্তু এর উলটো পিঠেই রয়েছে আত্মসমীক্ষণের একটা বড়ো সুযোগ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...