আপনার কোনও কিছু জানার থাকলে গুগল সার্চ করলেই তা জানতে পারবেন, এর জন্য অতিরিক্ত খরচ করতে হবে না। আপাত ভাবে এটা মনে হলেও, আসলে আপনাকে খরচ করতেই হয়। কারণ ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য আপনাকে অর্থ খরচ করতেই হচ্ছে আগে। অতএব ডেটা কানেকশনের ওই খরচটাই গুগল পরিষেবা পাওয়ার খরচের মধ্যে পড়ে।

আসলে কোনও পরিষেবাই বিনামূল্যে পাওয়া যায় না। ডেটা কানেকশন-এর জন্য যেমন আপনাকে খরচ করতে হয়, ঠিক তেমনই গুগল-এ কোনও কিছু সার্চ করলে আপনাকে বিজ্ঞাপন দেখিয়েও আয় করে গুগল। এই ধরুন আপনি গুজরাতের বিষয়ে কোনও কিছু জানতে গুগল সার্চ করেছেন, আর ঠিক তখনই গুজরাতের হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল কিংবা সরকারের জনসেবামূলক কাজের বিবরণ দেওয়া বিজ্ঞাপন দেখানো হবে আপনাকে।

মনে রাখবেন, গুগল-এ যে তথ্য আপনি পাচ্ছেন, তা আসলে সংবাদপত্র, বই প্রভৃতি থেকেই সংগৃহীত। কিন্তু যেখান থেকে এই তথ্য সংগ্রহ করেছে গুগল, বিনিময়ে কোনও অর্থ এতদিন এদের দেওয়া হতো না। কিন্তু সময় বদলেছে। তাই এখন বিনামূল্যে কোনও কিছু নিয়ে আর ব্যাবসা করা যাবে না। অতএব গুগলকেও এখন তথ্য নেওয়ার জন্য খরচ করতে হচ্ছে।

সরকারি চাপে পড়ে কানাডাতে ৬১২ কোটি টাকা (ভারতীয় মূল্যে) দিতে হবে মিডিয়া ফার্মগুলোকে, তাদের থেকে তথ্য নেওয়ার জন্য। তবে এই টাকা কীভাবে দেওয়া হবে তা স্পষ্ট না হলেও, এটা অবশ্যই ভালো সূচনা বলা যায়। কিন্তু জ্ঞান বিনিময়ের এই সহজ রাস্তা বের করে অনেকের যা ক্ষতি করেছে গুগল, তা অভূতপূর্ব। লেখক, প্রকাশক এবং বিশেষজ্ঞদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এতে। তবে ক্ষতি যার যাই হোক না কেন, গুগল আয় করে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা, এটাই বাস্তব। আজ তাই পণ্ডিতরা আর জ্ঞানের অহংকার করার সুযোগ পান না, তাঁদের সব জ্ঞান এখন গুগল-এর হাতের মুঠোয়।

পৃথিবীর সমস্ত দেশের সরকারও এতে কোনও বাধা দেয়নি কারণ সরকারের কাজের ভালো দিকগুলিই কেবল তুলে ধরা হয়েছে এখানে। আর সাধারণ মানুষ এইসব তথ্যে বিশ্বাস করে ভোট দিয়ে জিতিয়ে চলেছে সরকারকে। অথচ আপনি যদি ভারতের দলিত সম্প্রদায়ের দুঃখকষ্টের বিষয়ে জানতে চান, তাহলে সেই বিষয়ে সামান্য তথ্যই পাবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...