ষষ্ঠ শতকের একটি উদীয়মান শহর ছিল মাণ্ডু। দশম ও একাদশ শতকে পরমারস রাজবংশের অধীনে মাণ্ডুর লক্ষণীয় উন্নতি সাধন হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়।

মাণ্ডু

মধ্যপ্রদেশের মালোয়া এলাকায় অবস্থিত মাণ্ডু শহর, মুঘল শাসক বাজবাহাদুর ও তার প্রেয়সী রূপমতীর ঐতিহাসিক প্রেমকাহিনির সাক্ষ্য বহন করছে। এখানে এসেই আপনি রূপসী মাণ্ডুর সেই অরূপকথাকে হাওয়ায় অনুভব করতে পারবেন। মালোয়ার লোকগীতি গায়করা নবাব আর তার প্রেয়সীর প্রেমকে মূর্ত করে তোলেন তাদের গানের মধ্য দিয়ে।

সমুদ্রপৃষ্ঠ থেকে দু’হাজার ফুট উঁচুতে বিন্ধ্য পর্বতমালার কোলে অবস্থিত মাণ্ডুর প্রাকৃতিক শোভা মুগ্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। মাণ্ডুকে ঘিরে রয়েছে পারমার এবং মুঘল শাসকদের নির্মিত অট্টালিকা, নর্মদা নদী, জলাশয়, ঝিল, বিশালাকার গাছ।

মাণ্ডুর আর-এক নাম শাদিয়াবাদ বা আনন্দের নগরী। নামটা অপাত্রে দান করা হয়েছে, এমন অভিযোগ কেউ করবেন না। মহানগরের ব্যস্তসমস্ত জীবনের বাইরে এসে, কয়েকদিনের শান্ত অবকাশ যাপনের জায়গা হিসাবে মাণ্ডু আদর্শ। একে অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, উপরন্তু এখানে থাকার খরচও তুলনায় বেশ কম।

মাণ্ডু জনপদটিকে ঘিরে রয়েছে ৪৫ কিলোমিটার লম্বা একটি দেয়াল। দেয়ালের গায়ে অসংখ্য দরজা, মাণ্ডুতে প্রবেশের জন্য। এখানকার দর্শনীয় জায়গাগুলির মধ্যে অন্যতম ১২০ মিটার লম্বা জাহাজ-মহল। দুটি কৃত্রিম জলাশয় দিয়ে ঘেরা জাহাজ-মহল বানিয়েছিলেন গিয়াসুদ্দিন খিলজি। নবাবি হারেম হিসাবে ব্যবহার করা হতো এই মহলটিকে। খোলা মণ্ডপ, হেলানো অলিন্দ, বড়ো বড়ো থাম মহলের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে।

আরও আছে। হিন্দোলা মহলকে দূর থেকে দেখলে মনে হয় যেন ঝুলে আছে। গিয়াসুদ্দিন খিলজি এখানেই আমজনতার সঙ্গে দেখা করতেন। মহলের গায়ে আশ্চর্য সব অলংকরণ। বালিপাথরের তৈরি ভবনের ঠিক মাঝখানে গরম ও ঠান্ডা জল রাখার বাদশাহি বন্দোবস্তও চোখে পড়বে।

আশর্কি মহলকে অনেকে স্বর্ণমুদ্রার মহলও বলে থাকেন। এটি মূলত একটি মাদ্রাসা। মহম্মদ শাহ খিলজি নির্মিত এই মহলের কয়েকটি কক্ষ এখনও বেশ মজবুত অবস্থায় রয়েছে। এখানে একটি সাততলা মিনার গড়ে তোলা হয়েছিল। এখন অবশ্য এর একটি মাত্র তলাই কোনওরকমে টিকে আছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...